Friday, November 22, 2024
HomeদেশLata Mangeshkar Stable : লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থা স্থিতিশীল, বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী...

Lata Mangeshkar Stable : লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থা স্থিতিশীল, বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী মোদী

ইন্ডিয়া নিউজ বাংলা

মুম্বই :  প্রবীণ সংগীত শি্ল্পী লতা মঙ্গেশকরের শারিরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।লতার চিকিৎসক প্রতীত সামদানি জানিয়েছেন, “আজ লতার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাঁকে আমরা ফের ভেন্টিলেশনে রেখেছি।” ২৭ দিন ধরে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি রয়েছেন কোকিল কন্ঠী। ৮ জানুয়ারী লতা মঙ্গেশকরের করোনা রির্পোট পজিটিভ আসে। কোন ঝঁকি না নিয়ে ৯২ বছর বয়সী প্রবীন শিল্পীকে ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আই সি সি ইউতে গভীর পর্যবেক্ষণে রাখা হয়।

লতাজির অবস্থার উন্নতি হচ্ছে  Lata Mangeshkar Stable

আজ তাঁর শারিরিক অবস্থার অবনতি হওয়ার খবর পাওয়ার পর হাসপাতালে ছুটে আসেন লতাজির বোন আশা ভোঁসলে। তিনি হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের জানান লতাজি অবস্থার উন্নতি হচ্ছে। সবাই আপনারা তাঁর সুস্থতার জন্য প্রার্থনা করুন।

প্রধানমন্ত্রীর বার্তা নিয়ে হাসপাতালে পীযুষ গোয়েল Lata Mangeshkar Stable

অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল প্রধানমন্ত্রীর  নরেন্দ্র মোদির বার্তা  নিয়ে মুম্বই পৌঁছে লতা মঙ্গেশকরের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। তিনি হাসপাতাল থেকে বেরিয়ে পীযূষ গোয়েল সাংবাদিকদের বলেন যে তিনি লতাজির পরিবারকে প্রধানমন্ত্রীর বার্তা দিয়েছেন । ঈশ্বরের কাছে প্রার্থনা করি লতা দিদি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। সারা দেশ তার জন্য ভগবানের কাছে প্রার্থনা করছে।

Lata Mangeshkar Stable

আর ও পড়ুন : Facts of Lata Mangeshkar :  লতা মঙ্গেশকরের সঙ্গীত জীবনে প্রথম বড় সুযোগ দেন গোলাম হায়দার

আরও পড়ুন : Bharat Ratan Lata Mangeshkar : চাপা কণ্ঠের কারণে লতা মঙ্গেশকরকে প্রথমে গান করার সুযোগ দেওয়া হয়নি

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular