শুভাশিস মণ্ডল, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা : Lata Mangeshkar no more সুর থামল লতা মঙ্গেশকরের। ভারত-সহ গোটা সঙ্গীতজগৎ আজ বিষণ্ন। ৫০ বছরেরও বেশি সময় ধরে সুরের জগতে একচ্ছত্র বিরাজমান থাকার পর আজ সমাপতন। প্রায় চার সপ্তাহ ধরে ভর্তি ছিলেন মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। গত ১১ জানুয়ারি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এরপর আক্রান্ত হন নিউমোনিয়াতে। ৩০ জানুয়ারি শিল্পীর কোভিড নেগেটিভ রিপোর্ট আসে। করোনা কাটিয়ে উঠলেও ৯২ বছর বয়সে কোভিড পরবর্তী অসুস্থতার ধাক্কা সামলাতে পারলেন না শিল্পী। ক্রমশ জটিল হচ্ছিল তাঁর শারীরিক অবস্থা। গতকালই ভেন্টিলেটরে চলে যান সুরের সরস্বতী। আজ সকালেই তাঁর মৃত্যুসংবাদে মূহ্যমান হয়ে পড়ে গোটা দেশ।
করোনার এই সংকট থেকে সারা বিশ্ব মুক্ত হোক Lata Mangeshkar’s message about Covid in new year
করোনা মহামারীতে আক্রান্ত হওয়ার আগে চলতি বছরের ১ জানুয়ারি দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানাতে ভোলেননি লতা মঙ্গেশকর। যে করোনায় অসুস্থ হয়ে মৃত্যুর দিকে ঢলে পড়লেন সুরের জাদুকর তিনিই ১ জানুয়ারি সোশ্যাল সাইট ফেসবুকের মাধ্যমে করোনার সংকট থেকে সারা বিশ্ব মুক্ত হোক বার্তা দিয়েছিলেন। ফেসবুক পোস্টে লতা মঙ্গেশকর জানিয়েছিলেন, ‘নমস্কার। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। করোনার এই সংকট থেকে সারা বিশ্ব মুক্ত হোক, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি’।