Sunday, February 16, 2025
HomeবিনোদনFILMSLata Mangeshkar memories শচীনের মুখে মা ডাক শুনে চমকে গিয়েছিলাম, লতা মঙ্গেশকর

Lata Mangeshkar memories শচীনের মুখে মা ডাক শুনে চমকে গিয়েছিলাম, লতা মঙ্গেশকর

ইন্ডিয়া নিউজ বাংলা, কলকাতা, Lata Mangeshkar memories লতাকে ‘মা’ বলে ডাকতেন ‘মাস্টার ব্লাস্টার’ শচীন তেন্ডুলকর। শচীনকেও অত্যন্ত ভালোবাসতেন লতা। শচীনের সঙ্গে তাঁর সম্পর্ক প্রসঙ্গে একবার  সংবাদমাধ্যমকে লতা বলেছিলেন, ‘শচীন আমাকে তাঁর মায়ের মতোই ভালোবাসে, সম্মান করে। আর আমিও শচীনকে নিজের ছেলের মতোই দেখি। একজন মা যেমন তাঁর ছেলের জন্য প্রার্থনা করেন, ওর জন্য আমিও ঠিক তেমনটাই করি। শচীন যেদিন আমাকে ‘মা’ বলে ডেকেছিল, সেইদিনটি আমি কোনওদিনও ভুলব না। আমি কোনওদিনই ভাবতে পারিনি ওঁর থেকে এই ডাক শুনতে পারব। যেমন চমকে গিয়েছিলাম, তেমন আনন্দও পেয়েছিলাম। এটুকু বলব ওঁর মতো ছেলে পেয়ে আমি ধন্য।’

‘শচীনের মত ছেলে পেয়ে আমি ধন্য’ Lata Mangeshkar memories 

উল্লেখ্য, শচীনকে ভারতরত্ন দেওয়ার আর্জি জানিয়েছিলেন লতা মঙ্গেশকর। এই প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘আমার কাছে, বহু বছর ধরেই শচীন আসল ভারতরত্ন। দেশের জন্য ও যা করেছে, তা খুব কম মানুষই করতে পেরেছেন। ভারতরত্ন সম্মান পাওয়ার যোগ্য দাবিদার ও। কারণ শচীন আমাদের সকলকে  গর্বিত করেছে।’ এই প্রসঙ্গে একটি কথা জানিয়ে রাখি, তাঁর সুরের মূর্ছনায় দেশ বুুঁদ থাকলেও আদ্যান্ত এই মানুষটি ভারতীয় ক্রিকেটের একনিষ্ঠ ভক্ত।

আরও পড়ুন : Unknown story of Lata Mangeshkar’s life : লতা মঙ্গেশকরেরর জীবনযুদ্ধ, হেমা থেকে লতা হয়ে ওঠার অজানা কাহিনী

___

Published by Julekha Nasrin

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular