Thursday, September 19, 2024
HomeদেশLata Mangeshkar : বালুশিল্পী সুদর্শন পট্টনায়েকের লতা মঙ্গেশকরের সুস্থতা...

Lata Mangeshkar : বালুশিল্পী সুদর্শন পট্টনায়েকের লতা মঙ্গেশকরের সুস্থতা কামনায় ভিন্ন রকম প্রয়াস

ইন্ডিয়া নিউজ, মহারাষ্ট্র:

প্রবীণ গায়িকা লতা মঙ্গেশকরকে মুম্বইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) পর্যবেক্ষণে রাখা হয়েছে। 92 বছর বয়সী গায়িকার করোনার মৃদু উপসর্গের কারণে তাঁকে এখনো হাসপাতালে রাখা হয়েছে।ব্রীচ ক্যান্ডি হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাঃ প্রতত সামদানি বলেছেন যে মঙ্গেশকর কয়েক দিনের জন্য হাসপাতালে থাকবেন। কোকিল কন্ঠীর জন্য গোটা দেশের মানুষ উদ্বেগে রয়েছেন।তাঁর সুস্থতার জন্য প্রার্থনা করছেন এবং প্রার্থনা করছেন তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।

সুদর্শনের লতা মঙ্গেশকরের

জন্য প্রার্থনাবিখ্যাত বালি শিল্পী সুদর্শন পট্টনায়েক লতা মঙ্গেশকরের আরোগ্যের জন্য অন্যভাবে প্রার্থনা করেছেন। বালি শিল্পের মাধ্যমে তাঁর আকৃতি চমৎকারভাবে গড়ে তুলে তিনি সুস্থতা কামনা করেন। তিনি বালির উপর লিখেছেন যে লতা দিদি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। আপনি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবেন। তার এই শিল্প সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে। এবং সকলেই এটির প্রশংসা করছেন।

ভগবান জগন্নাথের কাছে প্রার্থনা করি দিদি সুস্থ হয়ে উঠুন: সুদর্শন

সুদর্শন পট্টনায়েক এই শিল্পের ছবির ক্যাপশনে লিখেছেন যে আমরা ভগবান জগন্নাথের কাছে প্রার্থনা করি যে আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। তাঁর এই শিল্প কর্মের মাধ্যমে কিংবদন্তী গায়িকার দ্রুত আরোগ্য কামনা করছেন। আর তার এই শিল্প সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। সুদর্শনের শিল্পের ছবি ভাইরাল হওয়ার সাথে সাথে লোকেরা এটির লাইক করতে শুরু করেছে।সুদর্শন পট্টনায়ক তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছেন। এ পর্যন্ত তার এই ছবিটিতে লাইক দিয়েছেন ৫ হাজারের বেশি মানুষ, আবার শতাধিক মন্তব্য এসেছে।

আর ও পড়ুন :Corona awareness in Malda করোনা সচেতনতায় পথে মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্স

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular