ইন্ডিয়া নিউজ বাংলা
Lakhimpur Polling
লখিমপুর : লখিমপুরের বিধানসভা সদর এলাকার কাদিপুর গ্রামের ভোটকেন্দ্রের ১০৯ নম্বর বুথে কিছু দুষ্কৃতিকারী ফেভিকুইক লাগায়। যার জেরে কিছুক্ষণ ভোটগ্রহণ ব্যাহত হয়। কর্মকর্তারা ইভিএম মেশিন পরিবর্তন করে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ করেন। এখানে এ ঘটনায় দুইজনের বিরুদ্ধে মামলা হয়েছে এবং একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
ফেভি কুইক ইভিএমে Lakhimpur Polling
ঘটনাটি কাদিপুর বুথের। এখানে যথাসময়ে ভোটগ্রহণ শুরু হয়ে সুষ্ঠুভাবে চলছে। এ সময় সকাল ৯টার দিকে এক ব্যক্তি ভোট দেওয়ার অজুহাতে ইভিএমে এসে ফেভি কুইক লাগান। পরে সেখানে এক মহিলা ভোটার ভোট দিতে গেলে তিনি প্রিজাইডিং অফিসারকে বিষয়টি জানান।
দুজনের বিরুদ্ধে মামলা Lakhimpur Polling
ইভিএমে ফেভিকুইক দেওয়ার ঘটনায় প্রায় আধ ঘণ্টা ভোটগ্রহণ ব্যাহত হয়। এরপর দ্বিতীয় ইভিএম বসিয়ে আবার ভোটগ্রহণ শুরু হয়। প্রিসাইডিং অফিসারের তাহরীরে কাদিপুরের বাসিন্দা সাবির ও পবন পাসির বিরুদ্ধে খেরি থানায় নির্বাচন বাধা দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এর সাথেই পুলিশ একজন অভিযুক্ত সাবিরকে গ্রেফতার করেছে, অপর অভিযুক্ত পবন পলাতক।
Lakhimpur Polling