বিজেপি সাংসদ-অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut) ফের একবার সংবাদ শিরোনামে। জ্যোতির্মঠের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী মিডিয়ার সামনে বলেন, ‘উদ্ধব ঠাকরে হলেন বিশ্বাসঘাতকতার শিকার’। তাঁর এই মন্তব্যের পরেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সমর্থনে এগিয়ে আসেন কঙ্গনা। শঙ্করাচার্যের মন্তব্যের পাল্টা দিতে গিয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন। আর সেই পোস্টকে কেন্দ্র করেই সরগরম জাতীয় রাজনীতি।
কী পোস্ট করেছেন কঙ্গনা?
কঙ্গনা কটাক্ষ (Kangana Ranaut) করে লিখেছেন, ‘রাজনীতিতে এই ধরনের ঘটনা খুবই স্বাভাবিক। রাজনৈতিক দলে প্রায়ই ভাঙা-গড়া চলতে থাকে। ১৯০৭ সালে কংগ্রেসও ভেঙেছিল, তারপরে ১৯৭১ সালেও ফের ভেঙেছিল কংগ্রেস। রাজনীতিবিদেরা যদি রাজনীতি না করেন, তাহলে কি তাঁরা কি ফুচকা বিক্রি করবেন? তা ছাড়া ধর্মেই বলা আছে, রাজা যখন অত্যাচারী হয়, ক্ষমতার অপব্যবহার শুরু করে, তখন বিশ্বাসঘাতকতাই একমাত্র আশ্রয়।’
আরও পড়ুন : Budget 2024 Halwa Ceremony : বাজল বাজেটের ঘণ্টা! ‘হালুয়া’ অনুষ্ঠানে অংশগ্রহণ অর্থমন্ত্রী সীতারামনের
প্রসঙ্গত, স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী সম্প্রতি শিবসেনা নেতা তথা মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বাসভবন মাতশ্রীতে গিয়েছিলেন। সেখানে তিনি পুজোপাঠেও অংশ নেন। তিনি সংবাদ মাধ্যমের সামনে বলেন, ‘উদ্ধব ঠাকরে প্রতারিত হয়েছেন। আমি তাঁকে বলেছি তাঁর প্রতি যে বিশ্বাসঘাতক আচরণ করা হয়েছে তাতে আমরা কষ্ট পেয়েছি। তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদে ফের না বসা পর্যন্ত আমাদের যন্ত্রণা কমবে না।’