ভাইরাল হতে গিয়েই কি নিজের বিপদ ডেকে আনলেন ১৮ বছরের তওসিফ? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ঝাড়খণ্ডের (Jharkhand) সাহিবগঞ্জের আকাশে-বাতাসে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইনস্টাগ্রামে রিল বানানোর জন্য সাহিবগঞ্জের ১৮ বছর বয়সী তওসিফ ১০০ ফুট ওপর থেকে জলে ঝাঁপ দেন। তারপরেই জলে ডুবে মৃত্যু হয় তাঁর।
কী ঘটেছে?
সোমবার সন্ধ্যার ঘটনা। তওসিফ এবং তাঁর বন্ধুরা একটি লেকে গিয়েছিলেন। সেখানেই রিল বানানোর জন্য অনেকটা ওপর থেকেই জলে ঝাঁপ দেন তওসিফ। বিপদের গন্ধ পেয়েছে তওসিফের বন্ধুরা তৎক্ষণাৎ সাঁতরে তওসিফকে উদ্ধার করার চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। তাঁরা স্থানীয় বাসিন্দাদের খবর দেন। খবর যায় পুলিশের কাছেও। তল্লাশি অভিযানও শুরু হয় পরে ওই তরুণের নিথর দেহ উদ্ধার হয়।
জানা গিয়েছে, ঝাড়খণ্ডের (Jharkhand) এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে কীভাবে ওই তরুণ ওপর থেকে জলে ঝাঁপ দিচ্ছে। কিন্তু জলে পড়ার পরেই ঘটে যায় সেই মর্মান্তিক ঘটনা!
অতিরিক্ত পুলিশ সুপারিন্টেন্ডেন্ট বিজয় কুমার কুশওয়াহা জানান, গভীর লেকে ঝাঁপ দেওয়ায় নিয়ন্ত্রণ রাখতে পারেনি ওই তরুণ, যার ফলে ডুবে যায় সে।