ইন্ডিয়া নিউজ বাংলা
ঝাড়খন্ড : বৃহস্পতিবার ঝাড়খণ্ডের ধানবাদে কয়লা খনিতে দুর্ঘটনা ঘটেছে। চিরকুন্ডা থানা এলাকার ডুমরিজোড়ে বিসিসিএলের বন্ধ খনিতে অবৈধ খননের কারণে প্রায় ৬০ ফুট কাঁচা রাস্তা ধসে পড়েছে। এখানে ৫০ জন আটকে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। সকলেই পশ্চিমবঙ্গের পুরুলিয়ার বাসিন্দা।
ছয় বছর ধরে এই খনিটি বন্ধ রয়েছে
ধানবাদের জেলা প্রশাসক সন্দীপ সিং বলেছেন যে এখনও পর্যন্ত কোনও জীবন বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। খনির দিকে যাওয়ার কাঁচা রাস্তা ডুবে গেছে। ঘটনাস্থলে পৌঁছেছে প্রশাসন ও বিসিসিএল টিম। ত্রাণ ও উদ্ধার কাজে NDRF টিমকে ঘটনাস্থলে ডাকা হয়েছে। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে হঠাৎ করে ৬০ ফুট রাস্তা ধসে পড়ে। লোকজন বলছে, যখন এই দুর্ঘটনা ঘটে তখন খনিতে ১২৫ জনের বেশি লোক উপস্থিত ছিল। তাদের অনেকেই পালিয়ে প্রাণ বাঁচিয়েছেন। লোকজন জানায়, দিনে প্রায় ২০০ ট্রাক অবৈধ কয়লা খনন করা হয়। গত ছয় বছর ধরে এই খনিটি বন্ধ রয়েছে।
Jharkhand Dhanbad Coal Mine Collapse Updates
আর ও পড়ুন Dalit Leader Jignesh Mevani Arrest জিগনেশ মেভানিকে গ্রেফতার করল অসম পুলিশ
Publish by Monirul Hossain