Friday, November 22, 2024
HomeদেশJapanese PM Fumio Kishida meet PM Narendra Modi প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠক...

Japanese PM Fumio Kishida meet PM Narendra Modi প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠক করলেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা

শুভাশিস মণ্ডল, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা: Japanese PM Fumio Kishida meet PM Narendra Modi সংক্ষিপ্ত সফরে ভারতে এলেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। এদিন নয়াদিল্লিতে বিকেল ৩টা ৪০ মিনিটে পৌঁছন জাপানের প্রধানমন্ত্রী। বিকাল ৫টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শীর্ষ বৈঠকে বসেন জাপানের প্রধানমন্ত্রী। বৈঠকে দুই দেশের অর্থনীতি এবং সংস্কৃতির বিষয় নিয়ে আলোচনা করেন দুই প্রধানমন্ত্রী। কূটনৈতিক মহলের মত, মূল দ্বিপাক্ষিক বিষয়গুলি ছাড়াও ইউক্রেনের পরিস্থিতিও মোদি-কিশিদা আলোচনায় উঠে এসেছে। এর আগে ভারত-জাপান বার্ষিক শীর্ষ সম্মেলন ২০১৮ সালের অক্টোবরে টোকিওতে অনুষ্ঠিত হয়েছিল। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা রবিবার সকাল ৮টায় ভারত ছেড়ে চলে যাবেন।

এই সফর ঘিরে বৃহস্পতিবার বিদেশ মন্ত্রক জানায়, ‘শিখর সম্মেলনটি উভয় পক্ষের জন্য বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা পর্যালোচনা এবং জোরদার করার পাশাপাশি পারস্পরিক স্বার্থের আঞ্চলিক এবং বৈশ্বিক বিষয়গুলিতে মতামত বিনিময় করার সুযোগ দেবে, যাতে ইন্দো-প্রশান্ত মহাসাগরে শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য তাদের অংশীদারিত্বকে এগিয়ে নেওয়া যায়।’

Japanese PM Fumio Kishida meet PM Narendra Modi

আরও পড়ুন : Lawyer appeals President Kovind to reopen 1990 Kashmir “genocide” case ১৯৯০-এর ‘গণহত্যা’ মামলা পুনরায় চালু করার আবেদন জানিয়ে রাষ্ট্রপতিকে চিঠি আইনজীবীর

————
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular