ফের দুঃসংবাদ! ফের কর্মী ছাঁটাই। তাও এক বা দু’জন নয়, একধাক্কায় প্রায় ১৫,০০০ কর্মী ছাঁটাই করতে চলেছে মার্কিন বহুজাতিক টেক জায়ান্ট সংস্থা ইনটেল (Intel)। বৃহস্পতিবারই একটি বিবৃতি দিয়ে এই সম্পর্কে জানিয়েছে সংস্থাটি।
কিন্তু কেন এই পদক্ষেপ?
জানা গিয়েছে, শেষ অর্থবর্ষে প্রভূত অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে ইনটেল (Intel)। স্টক প্রাইস পড়েছে প্রায় ৪০ শতাংশ। এরপরই খরচ কমাতে কর্মী ছাঁটাইয়ের মতো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
এক সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, ইনটেল-এর (Intel) চিফ এক্সিকিউটিভ প্যাট জেলসিঙ্গার জানিয়েছেন, কোম্পানির কর্মশক্তির ১৫ শতাংশ কমানো হবে। তাই চলতি বছরের শেষের দিকে এই ছাঁটাই প্রক্রিয়া শুরু হবে। তিনি আরও জানিয়েছেন, ২০২৫ সালের মধ্যে খরচের খাতা থেকে ১০ বিলিয়ন ডলার বাঁচানোর লক্ষ্য নিয়ে এগোচ্ছে সংস্থা।
উল্লেখ্য, জুনেই সংস্থাটি জানিয়েছিল, ইজরায়েলে তাদের চিপ কারখানা তৈরির কাজ আপাতত স্থগিত রাখা হচ্ছে। এই কাজে ১৫ বিলিয়ন ডলার ব্যয় হতো। বাজারের অবস্থা, ব্যবসার পরিস্থিতি, এবং মূলধনের বিষয় দেখেই সংস্থাটি (Intel) এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে।