Thursday, November 21, 2024
HomepoliticalINDIA NEWS-JAN KI BAAT GOA OPINION POLL: গোয়ায় ফের বিজেপির সরকার গঠনের...

INDIA NEWS-JAN KI BAAT GOA OPINION POLL: গোয়ায় ফের বিজেপির সরকার গঠনের পাল্লা ভারী

ইন্ডিয়া নিউজ, নতুন দিল্লী

ইন্ডিয়া নিউজ-জন কি বাত ওপিনিয়ন পোল বা জনমত সমীক্ষায় দেখা যাচ্ছে গোয়ার বড় অংশের ভোটারা ভারতীয় জনতা পার্টিকে তাদের সমর্থন জানাতে পারে। ফলে বিজেপিই গোয়ায় সরকার গঠন করার সম্ভবনা প্রবল । অন্যদিকে  আপ  গোয়ায় দ্বিতীয় বৃহত্তম দল হয়ে উঠতে পারে বলে সমীক্ষায় উঠে এসেছে,  অন্যদিকে তৃণমূল কংগ্রেস গোয়ায় ঝাঁপিয়ে পড়লেও এবার তেমন একটা সুবিধা করতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।  সমীক্ষায় দেখা যাচ্ছে তৃণমূল গোয়ায় খাতা খুলতে পারার বড় সম্ভবনা তৈরি হয়েছে তবে সরকার গঠন করার সংখ্যা তারা পাবে না। অন্যদিকে  কংগ্রেস সরকার গঠন করতে না পেরে  দলগত  অবস্থানে তিন নম্বর দল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে।

জনমত সমীক্ষায় সম্ভাবনার যে ছবিটা উঠে এসেছে তা হল বিজেপি ১৮ থেকে ২২ টি আসন পেয়ে সরকার গঠন করার প্রবল সম্ভাবনা রয়েছে।  অন্যদিকে আপের ঝুলিতে আসতে পারে ৭ থেকে ৯ টি আসন, কংগ্রেসের শিকে ছিঁড়তে পারে ৫ থেকে ৬  আসনে, আর তৃণমূলকে ১ থেকে ২ টি আসন পেয়ে সন্তুষ্ঠ থাকতে হতে পারে আর অন্যান্যরা ৪ থেকে ৬ টি  আসন পেতে পারে। ভোট ভাগাভাগিতে অন্য দলগুলোর থেকে অনেকটাই এগিয়ে বিজেপি।

এবার দেখে নেওয়া যাক কোন দল কত শতাংশ ভোট পেতে পারে। বিজেপি পেতে পারে  ৩৭-৪০শতাংশ , আপ  ২৩-২৪ শতাংশ ভোট  কংগ্রেস+ ১৯-২০ শতাংশ ,তৃণমূল কংগ্রেস  ৩-৫ শতাংশ এবং অন্যান্য ১১ থেকে ১৮ শতাংশ।ইন্ডিয়া নিউজ-জন কি বাত-এ, যখন গোয়ার জনগণকে বর্তমান সরকার সম্পর্কে তাদের মতামত জিজ্ঞাসা করা হয়েছিল, ৩৩ শতাংশের মত ভাল, ৩৩ শতাংশ খারাপ, ৩২শতাংশের মত মোটামুটি।গোয়ার সেরা মুখ্যমন্ত্রীর প্রশ্নে, লোকেরা মনোহর পারিকরকে ৫৬%, প্রমোদ সাওয়ান্ত ২০%, প্রতাপ সিং রানেকে ১৬% ভাল মুখ্যমন্ত্রী হিসাবে ভোট দিয়েছে।যেখানে ৭৫% লোক বেকারত্বকে সবচেয়ে বড় সমস্যা বলেছে, ১২% খনি এবং ১১% উন্নয়নে পিছিয়ে থাকায় বড় সমস্যা বলে মনে করছে। গোয়ার ভোটারদের সবচেয়ে বড় প্রশ্ন হল দলত্যাগকারীদের নিয়ে, ৯০ শতাংশ মানুষ বলেছেন যে তারা দলত্যাগকারীদের নিয়ে চিন্তিত।

আর ও পড়ুন :INDIA NEWS-JAN KI BAAT PUNJAB OPINION POLL: প্রাক-নির্বাচনী সমীক্ষায় উঠে এলো পাঞ্জাবে আম আদমি পার্টির উজ্জ্বল ভবিষ্যতের চিত্র

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular