মহাকুম্ভে অনেকের মতোই রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন ‘IIT বাবা’। যে খ্যাতি উত্তরোত্তর বাড়তে থাকে৷ কিন্তু কথায় বলে খ্যাতির বিড়ম্বনা! তেমনটাই নাকি তাঁর (IIT Baba) সঙ্গে হয়েছে বলে দাবি আইআইটি বাবার! হঠাৎই রটে যায়, তিনি জুনা আখড়া থেকে পালিয়ে গিয়েছেন। কিন্তু শনিবার ফের তাঁরে দেখা পাওয়া যায়, এবং প্রয়াগরাজের জুনা আখড়ার ১৬ নম্বর আশ্রম থেকে পালিয়ে যাওয়ার খবর নস্যাৎ করে দেন অভয় সিং ওরফে IIT বাবা।
কী জানা গিয়েছে?
বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছিল যে, অভয়ের (IIT Baba) ছবি-ভিডিও দেখে, তাঁর বাবা-মা তাকে খুঁজতে খুঁজতে জুনা আখড়ার ১৬ মাদি আশ্রমে পৌঁছেছিলেন। কিন্তু ততক্ষণে অভয় আশ্রম ছেড়ে চলে গিয়েছেন।
তবে শনিবার ফের দেখা পাওয়া যায় আইআইটি বাবার। তিনি দাবি করেন, তিনি কোথাও পালিয়ে যাননি, তাঁকে জুনা আখড়ার ১৬ মাদি আশ্রম থেকে তাঁকে বের করে দেওয়া হয়েছে। তাঁর অভিযোগ, তিনি ওই আখড়ার গোপন তথ্য ফাঁস করে দিতে পারেন, এই আশঙ্কা থেকেই তাঁকে বের করে দেওয়া হয়৷
আরও পড়ুন: Harsha Richhariya: ইনফ্লুয়েন্সার থেকে সাধ্বী! কুম্ভমেলায় ‘ভাইরাল’ হর্ষা রিচারিয়াকে চেনেন?
আইআইটি বাবা (IIT Baba) আরও বলেন, তাঁর খ্যাতি, প্রচারের আলো মেনে নিতে না পেরে রাতারাতি তাঁকে আখড়া ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছিল।
আইআইটি বাবার কথার ধরন-জ্ঞান, সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা যাই থাকুক না কেন, তাঁকে আখড়া থেকে বহিষ্কারের বিষয়টি নিয়ে বিতর্ক দানা বাঁধছে!