কৌশিক দাস, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা : Hungama in West Bengal Legislative Assembly বগটুই কাণ্ডের জেরে বিধানসভায় অশান্তির পিছনে সরাসরি রাজ্য সরকার এবং শাসকদলকে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার অধিবেশন থেকে ওয়াকআউট করার পরে তিনি বলেন, ‘‘পরিকল্পনা মাফিক কলকাতা পুলিশের কর্মীদের সাদা পোশাকে অধিবেশন কক্ষের মধ্যে ঢোকানো হয়েছিল। তারাই প্রথমে বিজেপি বিধায়কদের উপর হামলা চালায়।’’ এর পর শাসকদলের কয়েক জন বিধায়কও বিজেপি বিধায়কদের মারধর করেন বলে অভিযোগ করেন তিনি। এদিকে বিধানসভায় অশান্তি পাকানোর জেরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, দীপক বর্মণ, মনোজ টিগ্গা-সহ বিজেপির পাঁচ বিধায়ককে সাসপেন্ড করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
শুভেন্দু অধিকারীর অভিযোগ, বিজেপি বিধায়ক মনোজ টিগ্গাকে ঘুসি মারা হয় এবং তাঁর জামাও ছিঁড়ে দেওয়া হয় বলে। তিনি জানান, চন্দনা বাউড়ি, তাপসী মণ্ডলের মতো মহিলা বিধায়করাও আক্রান্ত হন। চন্দনার গায়ে পুরুষ পুলিশ নিরাপত্তাকর্মীরা হাত দেন বলে দাবি করেন তিনি। তৃণমূল বিধায়ক শওকত মোল্লা, রহিম বক্সি, তপন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি বিধায়কদের উপর হামলা চালানোর অভিযোগ করেন বিরোধী দলনেতা। Hungama in West Bengal Legislative Assembly
সোমবার বাজেট অধিবেশনের শেষ দিনের অধিবেশনের শুরুতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন গেরুয়া শিবিরের। প্ল্যাকার্ড হাতে ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিজেপির বিধায়করা। এরপরেই শাসক-বিরোধী দলের বিধায়কদের হাতাহাতি জড়িয়ে পড়েন বলে অভিযোগ। হাতাহাতির জেরে তৃণমূল বিধায়ক অসিত মজুমদার আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁর নাকে চোট লেগেছে। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। বিজেপি বিধায়করা ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে দিতে অধিবেশন কক্ষ ত্যাগ করে। মাদারিহাটের বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা এবং পুরুলিয়ার বিজেপি বিধায়ক নরহরি মাহাতোকে মারধর করা হয়েছে বলে অভিযোগ বিজেপির। বিরোধী দলনেতার দাবি, অধিবেশনের শুরুতেই তিনি অন্য আলোচনা মুলতুবি করে রামপুরহাট হত্যাকাণ্ড এবং রবিবার বসিরহাটে নাবালিকা ধর্ষণের ঘটনার উল্লেখ করে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার দাবি তুলেছিলেন। অধিবেশন চালাকালীন কেন রাজ্য সরকার বিধানসভায় কোনও বিবৃতি না দিয়ে বাইরে ‘সিট’ গঠন এবং ক্ষতিপূরণের ঘোষণা করছে, সে প্রশ্নও তোলেন তিনি। Hungama in West Bengal Legislative Assembly
স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এক সময় যুযুধান বিধায়কদের উদ্দেশে বলেন, ‘‘আপনারা এ রকম আচরণ করবেন না। মহিলাদের ধাক্কাধাক্কি করছেন! এটা উচিত করছেন না।’’ বিজেপি বিধায়কদের তিনি বলেন, ‘‘আপনারা মহিলা সিকিউরিটিকে ধাক্কাধাক্কি করছেন। আপনারা সরে যান। আমাদের এখানে যে সব সমস্ত সম্পত্তি নষ্ট হয়েছে সেগুলির হিসেব রাখা হবে। সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে।’’
Hungama in West Bengal Legislative Assembly
————
Published by Subhasish Mandal