ফের বোমা হুমকি! বিস্ফোরণে মুম্বই-হাওড়া মেল উড়িয়ে দেওয়ার হুমকি ফোন ঘিরে হইচই। সোমবার ভারতীয় রেলের কন্ট্রোল রুমে একটি উড়ো ফোন আসে।
কী জানা গিয়েছে?
দাবি করা হয়, হাওড়াগামী ওই ট্রেনটিতে বোমা রাখা রয়েছে! খবর প্রকাশ্যে আসতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে ট্রেনের যাত্রীদের মধ্যে। খবর পাওয়ার পরেই জলগাঁও স্টেশনের কাছে থামিয়ে দেওয়া হয় ট্রেনটি। তল্লাশি চালান রেলের আধিকারিকরা৷
জানা যায়, উড়ো ফোনটি সোমবার ভোর ৪টে নাগাদ আসে। সে সময় দ্রুতগতিতে ওই এক্সপ্রেস ট্রেনটি মুম্বই থেকে হাওড়ার দিকে আসছিল। সঙ্গে সঙ্গে সতর্কতা জারি করা হয় তদন্তকারী এজেন্সিগুলিকে।
আরও পড়ুন:Baba Siddique: দশমীর রাতে বাবা সিদ্দিকিকে লক্ষ্য করে পরপর গুলি, নেপথ্যে কি বিষ্ণোই গ্যাং?
ট্রেন থেকে নামানো হয় যাত্রীদেরও। গোটা ট্রেনে তল্লাশি চালানো হয় রেল পুলিশের তরফে। ঘিরে রাখা হয় গোটা ট্রেনটিকে।
তবে এখনও পর্যন্ত সন্দেশজনক কিছু পাওয়া যায়নি বলে সূত্রের খবর। তবে যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি হয় ঘটনাকে কেন্দ্র করে৷