Monday, January 6, 2025
HomeBreakingHMPV Outbreak: কতটা ভয়ঙ্কর নয়া চিনা ভাইরাস? ভারতের জন্যও কি ভয়ের কারণ?

HMPV Outbreak: কতটা ভয়ঙ্কর নয়া চিনা ভাইরাস? ভারতের জন্যও কি ভয়ের কারণ?

নতুন বছরের শুরুতে ফের ভাইরাস আতঙ্ক। এবার কাঠগড়ায় সেই চিন। করোনা আতঙ্ক উস্কে এবার চিনে হানা দিয়েছে হিউম্যান মেটানিউমো ভাইরাস (HMPV Outbreak)! জানা গিয়েছে, চিনের উত্তর দিকের প্রদেশগুলিতে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। এও দাবি করা হচ্ছে যে, শিশু ও বয়স্করাই নাকি বেশি আক্রান্ত হচ্ছে HMPV ভাইরাসে। সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যও উঠে আসছে, যার ফলে অনেকেই সত্যতা যাচাই না করে আতঙ্কিত হচ্ছেন!

HMPV-এর খুঁটিনাটি:

এই এইচএমপিভি (HMPV Outbreak) আসলে কী চলুন জেনে নেওয়া যাক৷ জানা যাচ্ছে, এই ভাইরাসে কেউ আক্রান্ত হলে সাধারণ সর্দি-কাশির মতোই উপসর্গ দেখা যায়। নাক দিয়ে একটানা সর্দির মতো জল পড়ে, গলায় খুবই ব্যথা অনুভূত হয়। করোনার মতোই এই ভাইরাসও শিশু ও প্রবীণদের জন্য সমস্যার কারণ হতে পারে। এছাড়াও যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের ক্ষেত্রেও সংক্রমণ হলে তা বাড়াবাড়ি আকার নিতে পারে। শীতে এই ভাইরাসের প্রকোপ আরও বাড়তে পারে বলে দাবি করা হচ্ছে৷

রোগের চিকিৎসা:

এই ভাইরাসের (HMPV Outbreak) তেমন কোনও চিকিৎসা নেই বা টিকাও নেই। সাধারণ ঠাণ্ডা লাগার ওষুধ এবং বিশ্রামের মাধ্যমেই রোগীকে সুস্থ করে তোলার চেষ্টা করা হয়।

আরও পড়ুন: Monkey Pox : আতঙ্ক বাড়াচ্ছে ‘মাঙ্কি পক্স’? সতর্ক ভারত সরকার

এদিকে এই উদ্বেগজনক পরিস্থিতিতে চিন স্পষ্ট করেছে যে, এইচএমপিভি নিয়ে চিন্তার মতো কিছু নেই। চিনা সরকার পুরো বিষয়টিকে ‘শীতকালীন সংক্রমণ’ বলে অভিহিত করেছে।

প্রসঙ্গত, ৫ বছর আগে, ২০২০ সালেচিন থেকে ছড়িয়ে পড়েছিল কোভিড-১৯। গোটা বিশ্ববাসী সেই ভয়াবহ সময়ের সাক্ষী৷ চলেছিল মৃত্যু মিছিল। লকডাউনে স্তব্ধ হয়ে গিয়েছিল অর্থনীতি। তবে ভারতে এখনও পর্যন্ত HMPV ভাইরাসে আক্রান্ত হওয়ার কোনও কেস রিপোর্ট হয়নি বলে জানিয়েছে কেন্দ্র।

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular