Sunday, September 8, 2024
HomePOLITICSKangana Ranaut : সাংসদ পদ হারাতে পারেন কঙ্গনা? কী নোটিশ পাঠালো হিমাচল...

Kangana Ranaut : সাংসদ পদ হারাতে পারেন কঙ্গনা? কী নোটিশ পাঠালো হিমাচল প্রদেশ হাইকোর্ট?

হিমাচল প্রদেশ হাইকোর্ট থেকে নোটিশ পেলেন কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। কঙ্গনার নির্বাচন বাতিল করার আবেদন করেছেন কিন্নর জেলার এক বাসিন্দা। তাহলে কি সাংসদ পদ হারাতে পারেন কঙ্গনা? এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে রাজনৈতিক মহলে।

কী ঘটেছে?

হিমাচল প্রদেশের মান্ডি আসন থেকে বিজেপির টিকিটে জিতে সাংসদ হন বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। এদিকে এই আসন থেকেই লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন কিন্নর জেলার বাসিন্দা লায়েক রাম নেগি। কিন্তু, তাঁর মনোনয়নপত্র ভুলভাবে প্রত্যাখ্যান করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। তাই এবার তিনি কঙ্গনার নির্বাচনও বাতিল করার দাবি জানিয়েছেন।

আরও পড়ুন : Kangana Ranaut : ‘রাজনীতিবিদরা কি ফুচকা বেচবেন?’, শঙ্করাচার্যের মন্তব্যের প্রেক্ষিতে কঙ্গনার কটাক্ষ!

উল্লেখ্য এই বিষয়ে নোটিশ জারি করেছে হিমাচল প্রদেশ হাইকোর্ট। ২১ অগস্টের মধ্যে কঙ্গনাকে (Kangana Ranaut) জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি জ্যোৎস্না রাওয়াল।

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular