ইন্ডিয়া নিউজ বাংলা, দেহরাদুন : Heavy Snowfall In Uttarakhand গতকাল সকাল থেকে রাত পর্যন্ত উত্তরাখণ্ডের বহু জায়গায় তুষারপাত অব্যাহত। তুষারপাত এখনও চলতে থাকায় আবহাওয়া বিভাগ লাল সতর্কতা জারি করেছে। এর জেরে ব্যাহত হয়েছে বিদ্যুৎ পরিষেবা ও পানীয় জল সরবরাহ। অনেক জায়গায় যানবাহন বরফে আটকে পড়েছে। এদিকে ঠান্ডা আরও জাঁকিয়ে পড়েছে। বহু জায়গায় তাপমাত্রা শূন্যের কোঠায় পৌঁছেছে। প্রশাসনও সতর্ক রয়েছে এবং সংশ্লিষ্ট বিভাগ থেকে হেল্প লাইন নম্বর জারি করা হয়েছে। আগেই পাহাড়ি অঞ্চলে তুষারপাতের পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর।
নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করে রাখার আবেদন Heavy Snowfall In Uttarakhand
নৈনিতাল এবং কুমায়ুনে রাতে প্রবল তুষারপাত হয়েছে। যার জেরে বেশ কয়েক ঘণ্টা ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। রাস্তাঘাট বন্ধ থাকায় মানুষের দৈনন্দিন কাজে বের হওয়া কঠিন হয়ে পড়েছে। বরফে ঢাকা মুন্সিয়ারি ও রানিখেতও। রাজ্যের বেশিরভাগ জায়গায় এখনও মেঘলা আবহাওয়া রয়েছে এবং বৃষ্টি জারি রয়েছে। কুমায়ুনের কমিশনার দীপক রাওয়াত জনগণকে সতর্কতার সাথে প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করার আহ্বান জানিয়েছেন।
সমস্যায় পড়লে এই নম্বরগুলোতে সাহায্য চাওয়া যেতে পারে Heavy Snowfall In Uttarakhand
ডিএম ধীরাজ সিং গারবিয়ালের জানিয়েছেন যে আজও অব্যাহত রয়েছে আবহাওয়ার উচ্চ সতর্কতা। নৈনিতাল-মুক্তেশ্বর এলাকায় পাঁচ ফুট পর্যন্ত তুষারপাতের সম্ভাবনা রয়েছে। জনগণকে শুধুমাত্র প্রয়োজন হলেই ঘর থেকে বের হওয়ার অনুরোধ করা হয়েছে। এক জায়গায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে পর্যটকদেরও। নৈনিতাল-সহ গোটা এলাকায় ভারী তুষারপাতের সতর্কতা জারি করা হয়েছে। কোনও সমস্যায় পড়লে ১০০ বা ১০৭৭ নম্বরে ফোন করে সাহায্য চাওয়া যেতে পারে। Heavy Snowfall In Uttarakhand
———–
Published by Subhasish Mandal