শুভাশিস মণ্ডল, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা: HC registers suo-moto case in Rampurhat violence রামপুরহাটকাণ্ডে রাজ্যের তদন্তের উপরই প্রথমে আস্থা রাখল কলকাতা হাইকোর্ট। এদিন স্বতঃপ্রণোদিত মামলায় প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানাল, আদালত প্রথমে রাজ্য সরকারকেই তদন্তের সুযোগ দিচ্ছে। একই সঙ্গে ডিভিশন বেঞ্চ এটাও স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে বগটুইয়ের গোটা ঘটনাস্থল সিসিটিভি এবং ভিডিও ক্যামেরায় মুড়ে ফেলতে হবে। পাশাপাশি সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির আধিকারিকরা নমুনা সংগ্রহ করবে।
হাইকোর্ট এটাও জানিয়ে দিয়েছে যে, সাক্ষীর নাম লেখা যাবে না। পূর্ব বর্ধমান জেলা জজের নজরদারিতে ডিজি, আইজিপিকে গ্রামবাসী, প্রত্যক্ষদর্শী ও আত্মীয়দের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। কোনওভাবেই যেন সাক্ষীদের ভয় বা হুমকি দেখানো না হয় তারও নির্দেশ দিয়েছে আদালত। এমনকী মৃতদেহের ময়নাতদন্ত ভিডিওগ্রাফির মাধ্যমে সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকাল দুপুর দুটোর মধ্যে কেস ডায়েরি, রিপোর্ট পেশ করতে হবে হাইকোর্টে। HC registers suo-moto case in Rampurhat violence
সাক্ষীর নাম লেখা যাবে না। পূর্ব বর্ধমান জেলা জজের নজরদারিতে ডিজি, আইজিপিকে গ্রামবাসী, প্রত্যক্ষদর্শী ও আত্মীয়দের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। কোনওভাবেই যেন সাক্ষীদের ভয় বা হুমকি দেখানো না হয়। বৃহস্পতিবার দুপুর দুটোর মধ্যে হাইকোর্টে কেস ডায়েরি, রিপোর্ট পেশ করতে হবে।
প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এদিন শুনানিতে বলেন, ‘এই ধরনের ঘটনা অবশ্যই জনগণকে প্রভাবিত করে। সুতরাং একটি নিরপেক্ষ তদন্ত করা উচিত। তদন্ত বিস্তারিতভাবে সম্পন্ন করা উচিত, যাতে সত্যটি প্রকাশ করা যায়।’ রামপুরহাটের বগটুইয়ের নারকীয় হত্যা নিয়ে ইতিমধ্যেই সিবিআই তদন্তের দাবি করেছেন একাধিক মামলাকারী। সেই প্রসঙ্গে এদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেলের কাছে জানতে চান, ‘বগটুই মামলার চার্জ নিতে সিবিআই কি প্রস্তুত?’ জবাবে অতিরিক্ত সলিসিটর জেনারেল জানিয়ে দেন মামলার চার্জ নিতে সিবিআই প্রস্তুত।
এদিকে বগটুইকাণ্ডে এখনও পর্যন্ত মোট ১৪ জনকে ‘ক্লোজ’ করা হয়েছে। এসডিপিও, আইসি ছাড়াও ‘ক্লোজড’ করা হয়েছে ১২ পুলিশ কর্মীকে। বগটুইয়ে হিংসা ঘটানোর অভিযোগে এখনও পর্যন্ত মোট ২০জনকে গ্রেফতার করা হয়েছে বলে আদালতে জানান সরকারি আইনজীবী।
HC registers suo-moto case in Rampurhat violence
————
Published by Subhasish Mandal