দেশের জন্য কাজে ক্লান্ত হন না তিনি। ১৮ ঘণ্টাই নাকি তাঁর কাজে কাজে চলে যায়। কখনও রোড শো, কখনও সভা, কখনও উন্নয়নমূলক কাজ, আবার কখনওবা সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রশ্নের উত্তর দেওয়া, এমনই বিভিন্ন কাজে ব্যস্ত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। কিন্তু কখনওই তাঁর মুখে ক্লান্তির লেশমাত্র দেখা যায় না। এ নিয়ে মানুষের মনে প্রশ্ন উঁকিঝুঁকি দিতেই পারে। আর এই প্রসঙ্গেই এক চমকপ্রদ উত্তর দিলেন প্রধানমন্ত্রী।
কী উত্তর দিলেন মোদী?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi) দাবি করলেন যে, বায়োলজিক্যালি তাঁর জন্ম হয়নি। তাঁকে ঈশ্বর পাঠিয়েছেন। তাঁর এই অফুরান এনার্জির পিছনে কারণ হিসেবে রয়েছে পরমেশ্বরের আশীর্বাদ। সম্প্রতি এক সাক্ষাৎকারে মোদী বলেন, ‘মা যতদিন বেঁচে ছিলেন আমার মনে হত, হয়তো বায়োলজিক্যালি আমার জন্ম হয়েছে। কিন্তু মায়ের মৃত্যুর পর নানারকম অভিজ্ঞতা থেকে আমি নিশ্চিত যে, ভগবান আমাকে পাঠিয়েছেন। আমার মধ্যে যে এনার্জি রয়েছে তা সাধারণভাবে জন্ম নেওয়া কোনও মানুষের মধ্যে থাকতে পারে না!’
আরও পড়ুন : OBC Certificates Verdict: ‘বিরোধী জোটের গালে জোর থাপ্পড় পড়েছে’, ওবিসি মামলার রায় প্রসঙ্গে মোদী
তিনি (PM Modi) আরও বলেন, ‘আমি ঈশ্বরের দূত। তিনিই আমাকে চালনা করেন, শক্তি দেন, মানুষের ভাল করার সুযোগ করে দেন। আমি শুধু যন্ত্রের মতো কাজ করি।’ তবে তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে যে বিরোধীরা সরব হতে পারে সেই আঁচ করে তিনি স্পষ্ট জানান, ‘আমি জানি বিরোধীরা আমার কথা শুনে রে রে করে উঠবে। নিন্দুকরা তুলোধনা করবে। কিন্তু আমার অনুভূতি এটাই যে, আমি ঈশ্বরের দূত হিসেবেই এসেছি।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমার কাছে কী আছে? আগে-পিছে কেউ নেই। আমার জন্য জনতাই পরিবার। দেশের সব পরিবারের সন্তান আমার সন্তান। নিজের কেউ নেই, যাঁদের জন্য কিছু করব।’