শুভাশিস মণ্ডল, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা : Fuel Prices Increased Again মঙ্গলবার ফের বাড়ল জ্বালানির দাম। গত আট দিনে সপ্তমবার বাড়ল জ্বালানির দাম। মঙ্গলবার ভোর ৬টা থেকে প্রযোজ্য হয়েছে নতুন দাম। দিল্লিতে পেট্রোলের দাম ৮০ পয়সা বেড়ে ১০০ টাকা ২১ পয়সা এবং ডিজেলের দাম প্রতি লিটার ৭০ পয়সা বেড়ে হল ৯১ টাকা ৪৭ পয়সা। আগে রাজধানীতে এক লিটার পেট্রোলের দাম ছিল ৯৯ টাকা ৪১ পয়সা এবং ডিজেলের দাম ছিল ৯০ টাকা ৭৭ পয়সা। ৫ রাজ্যের বিধানসভা ভোটের ফল বেরোনোর পরেই জ্বালানির মূল্যবৃদ্ধি হয়েই চলেছে। মোটের উপর ৮ দিনে পেট্রোলের দাম বাড়ল লিটারে ৫ টাকার বেশি।
মেট্রো শহরগুলির মধ্যে মুম্বইতে এখনও জ্বালানির হার সবচেয়ে বেশি। মুম্বইতে প্রতি লিটার পেট্রোল ১১৫ টাকা ৪ পয়সা এবং ডিজেল প্রতি লিটার ৯৯ টারকা ২৫ পয়সা। ভ্যাট-এর কারণে রাজ্য জুড়ে দামগুলি পরিবর্তিত হয়ে থাকে। কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম বেড়ে দাঁড়িয়েছে ১০৯ টাকা ৬৮ পয়সা এবং প্রতি লিটার ডিজেলের দাম বেড়ে হল ৯৪ টাকা ৬২ পয়সা। চেন্নাইতে প্রতি লিটার পেট্রলের দাম দাঁড়িয়েছে ১০৫ টাকা ৯৪ পয়সা এবং প্রতি লিটার ডিজেলের দাম দাঁড়িয়েছে ৯৬ টাকা। Fuel Prices Increased Again
মুডি’স ইনভেস্টর সার্ভিসেস গত সপ্তাহে বলেছে যে নির্বাচনের সময় পেট্রোল ও ডিজেলের দামবৃদ্ধি আটকে রাখার জন্য খুচরা বিক্রেতারা একসাথে প্রায় ১৯ হাজার কোটি টাকা রাজস্ব হারিয়েছে। উত্তরপ্রদেশ, পঞ্জাব, উত্তরাখণ্ড, গোয়া এবং মণিপুরের বিধানসভা নির্বাচনের জন্য দামবৃদ্ধি স্থগিত রাখা হয়েছিল। অপরিশোধিত তেলের দাম বাড়লেও চার মাসেরও বেশি সময় ধরে জ্বালানির দাম স্থিতিশীল ছিল। ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়ামের মতো রাষ্ট্রচালিত তেল শোধনাগারগুলি আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এবং রুপি-ডলারের বিনিময় হার বিবেচনা করে দৈনিক ভিত্তিতে জ্বালানির হার সংশোধন করে।
Fuel Prices Increased Again
————
Published by Subhasish Mandal