প্রয়াত মনমোহন সিং৷ ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী (Manmohan Singh)৷ বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর স্বাস্থ্যের অবনতি হলে তাঁকে AIIMS-এ ভর্তি করা হয়। কিন্তু বহু চেষ্টা করেও শেষরক্ষা করা সম্ভবপর হয়নি৷
কী জানা গিয়েছে?
দিল্লি AIIMS-এর তরফ থেকে জানানো হয়েছে যে, ‘বার্ধক্যজনিত অসুস্থতার চিকিৎসা চলছিল মনমোহন সিং-এর। বৃহস্পতিবার হঠাৎই অজ্ঞান হয়ে যান তিনি। বাড়িতেই চিকিৎসা শুরু হয়। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় রাত ৮টা বেজে ৬ মিনিটে হাসপাতালে ভর্তি করা তাঁকে। রাত ৯টা বেজে ৫১ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি’।
আরও পড়ুন: Zakir Hussain: জাকির হুসেনের মৃত্যুর খবরে ধোঁয়াশা! ‘শিল্পী বেঁচে আছেন’, দাবি আত্মীয়ের
তাঁর (Manmohan Singh) প্রয়াণের খবর পেয়ে এক্স হ্যান্ডলে শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী থেকে শুরু করে আরও অনেকে৷
উল্লেখ্য, ভারতের রাজনৈতিক ইতিহাসে ড. মনমোহন সিং (Manmohan Singh) এক সুবিশাল স্থান অধিকার করে রয়েছেন। শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য এবং অর্থনৈতিক ক্ষেত্রে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ দেশবাসী৷