Thursday, January 16, 2025
HomeBreaking8th Central Pay Commission: কেন্দ্রীয় কর্মচারীদের জন্য সুখবর! অষ্টম পে কমিশন গঠনের...

8th Central Pay Commission: কেন্দ্রীয় কর্মচারীদের জন্য সুখবর! অষ্টম পে কমিশন গঠনের অনুমতি সরকারের

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর! অষ্টম বেতন কমিশন (8th Central Pay Commission) গঠন অনুমোদন করল কেন্দ্রীয় মন্ত্রিসভা। জানা গিয়েছে, এর ভিত্তিতে কেন্দ্রীয় কর্মচারীদের বেতন কাঠামো পুনর্বিবেচনা এবং পেনশনভোগীদের ভাতা পর্যালোচনা করে বেতনের একটি পরিকাঠামো তৈরি করা হবে।

কী ঘোষণা?

আগামী ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট। আর তার আগেই অষ্টম বেতন কমিশন (8th Central Pay Commission) গঠনের ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। প্রসঙ্গত, এতদিন পর্যন্ত ৫৩ শতাংশ হারে ডিএয়ারনেস অ্যালাওয়েন্স পাচ্ছিলেন সরকারি কর্মচারীরা। অষ্টম পে কমিশনের ফলে সেই হার বেড়ে যাবে।

সূত্রের খবর, অষ্টম বেতন কমিশন (8th Central Pay Commission) বাস্তবায়িত হলে, একটি নতুন পদ্ধতি বাস্তবায়ন করার কথা ভাবছে কেন্দ্র। যার ফলে নতুন পরিকাঠামো অনুযায়ী কর্মচারীদের বেতন ও পেনশন বাড়ানো হবে।

আরও পড়ুন: Himachal Pradesh: ব্যক্তিকে ২১০ কোটি টাকার বিল ধরালো বিদ্যুৎ দফতর, মাথা ঘুরে যাওয়ার জোগাড়!

উল্লেখ্য, প্রতি ১০ বছর অন্তর কেন্দ্র বেতন কাঠামো পুনর্বিবেচনার জন্য পে কমিশন গঠন করে থাকে। সপ্তম বেতন কমিশন গঠিত হয়েছিল ২০১৪ সালের ২৮ ফেব্রুয়ারি। ২০১৬ সালের ১ জানুয়ারি সেই সুপারিশ কার্যকর হয়েছিল।

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular