Thursday, November 21, 2024
HomeদেশLok Sabha Session : অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন শুরু সোমবার, শপথ নেবেন...

Lok Sabha Session : অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন শুরু সোমবার, শপথ নেবেন Modi

সোমবার ২৪ জুন থেকে শুরু হচ্ছে অষ্টাদশ লোকসভার (Lok Sabha Session) প্রথম অধিবেশন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ তাঁর নব-নির্বাচিত সাংসদরা শপথ নেবেন এদিন। অধিবেশনে স্পিকার নির্বাচিত হবেন এবং উভয় কক্ষের যৌথ বৈঠকে ভাষণ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

নির্বাচনের পর এই প্রথম লোকসভার অধিবেশন (Lok Sabha Session) বসতে চলেছে। অষ্টাদশ লোকসভায় এনডিএ-র ঝুলিতে এসেছে ২৯৩ আসন, বিজেপির ঝুলিতে ২৪০টি আসন। বিরোধী INDIA bloc পেয়েছে ২৩৪টি আসন এবং কংগ্রেসের ঝুলিতে এসেছে ৯৯টি আসন।

আরও পড়ুন : Lok Sabha First session : লোকসভা এবং রাজ্যসভার অধিবেশনের খুঁটিনাটি

সোমবার সকাল ১১টা থেকে শপথগ্রহণ শুরু হবে। সোমবার, প্রধানমন্ত্রী মোদী এবং তাঁর মন্ত্রী পরিষদ সহ ২৮০ জন নব-নির্বাচিত সাংসদ শপথ নেবেন, বাকি ২৬৪ জন নব-নির্বাচিত সংসদ সদস্যরা পরের দিন অর্থাৎ২৫ জুন শপথ নেবেন।

আগামিকাল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবনে লোকসভার প্রোটেম স্পিকার হিসাবে মাহতাবকে শপথ বাক্য পড়াবেন বলে জানা গিয়েছে।

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular