Sunday, February 16, 2025
HomeদেশExit Polls Assembly Election 2022 : সব বুথ ফেরত সমীক্ষার রির্পোট,...

Exit Polls Assembly Election 2022 : সব বুথ ফেরত সমীক্ষার রির্পোট, পঞ্জাবে ক্ষমতা দখল করতে চলেছে আম আদমি পার্টি

ইন্ডিয়া নিউজ বাংলা

Exit Polls Punjab Assembly Election 2022 : পঞ্জাবে ক্ষমতা দখল করতে চলেছে আম আদমি পার্টি। দেশের সব কটি বুথ ফেরত সমীক্ষায়তেই দেখা যাচ্ছে পঞ্জাবের সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে প্রথমবার পঞ্জাবের কুর্সি দখল করবে আপ। অন্যদিকে কংগ্রেস দ্বিতীয় অকালি দল তৃতীয় ও তারপর থাকবে বিজেপি।

নিউজ এক্সের বুথ ফেরত সমীক্ষা

পঞ্জাবে ১১৭ টি আসনের মধ্য আম আদমি পার্টির ঝুলিতে আসবে ৫৬ থেকে ৬১ আসন,  কংগ্রেস পাবে ২৪ – ২৯ আসন অকালি দল ২২ -২৬ বিজেপি পাবে ১ – ৬ আসন  এবং অন্যান্যরা পেতে পারে ০-৩ টি আসন।

জন কি বাতের বুথ ফেরত সমীক্ষা

জন কি বাতের বুথ ফেরত সমীক্ষা বলছে আপ পাবে ৬০ – ৮৪, কংগ্রেস পাবে ১৮ থেকে ৩১, অকালি দল ১২ -১৯, বিজেপি ৩- ৭ ।

 টাইমস নাও-এর টাইমস ভিটোর বুথফেরত সমীক্ষা

 টাইমস নাও-এর টাইমস ভিটোর বুথফেরত সমীক্ষাতেও পঞ্জাবে চালকের আসনে আপ অনেকটাই এগিয়ে। তারা পাচ্ছে ৭০টি আসন। কংগ্রেস ২২, আকালি ১৯, বিজেপি ৫, অন্যান্যরা পাচ্ছে ১টি আসন। 

 সি ভোটার বুথফেরত সমীক্ষা

 সি ভোটার বুথফেরত সমীক্ষাতে আম আদমি পার্টি বা আপ পাচ্ছে ৫১ থেকে ৬১টি আসন। কংগ্রেস পাচ্ছে ২২ থেকে ২৮টি আসন। আকালি দল পাচ্ছে ২০ থেকে ২৮ টি আসন। বিজেপি পাবে ৭ থেকে ১৩টি আসন এবং অন্যান্যরা ১ থেকে ৫টি আসন।

ইন্ডিয়া টু’ডে-র এক্সিস মাই ইন্ডিয়া

ইন্ডিয়া টু’ডে-র এক্সিস মাই ইন্ডিয়া এক্সিট পোলের অনেক কদম এগিয়ে আপ। ১১৭ আসনের মধ্যে ৭৬ থেকে ৯০টি আসন পাবে আম আদমি পার্টি। কংগ্রেস পেতে পারে ১৯ থেকে ৩১টি আসন। বিজেপির ঝুলিতে থাকবে ১ থেকে ৪টি আসন। আকালি দল পাচ্ছে ৭ থেকে ১১টি আসন।

Exit Polls Assembly Election 2022

আর ও পড়ুন Madhyamik Exam 2022 সদ‍্য মা হয়ে হাসপাতালে বসেই মাধ্যমিক পরীক্ষা দিলেন ১৭ বছরের মুখি টুডু

Publish by Monirul Hossain

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular