‘ডিজিটাল অ্যারেস্টে’র (Digital Arrest) শিকার উত্তরপ্রদেশের এক মডেল, শিবাঙ্কিতা দীক্ষিত। তাঁর ৯৯ হাজার টাকা লুট করে নেওয়া হয়েছে বলে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন তিনি। নিজেকে প্রাক্তন ফেমিনা মিস ইন্ডিয়া, পশ্চিমবঙ্গ ২০১৭ বলে দাবি করা শিবাঙ্কিতা দাবি করেন যে তাঁকে প্রায় ২ ঘণ্টা ধরে তাঁকে ডিজিটাল অ্যারেস্ট করে রাখা হয়েছিল।
কী জানা গিয়েছে?
আগ্রার মানস নগরের বাসিন্দা শিবঙ্কিতার অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যায় তাঁর কাছে একটি অজানা নম্বর থেকে হোয়াটসঅ্যাপ কল আসে। নিজেকে সিবিআই অফিসার বলে দাবি করা এক ব্যক্তি তাঁকে বলে, শিবাঙ্কিতা নাকি মানবপাচার এবং ড্রাগ চক্রের সঙ্গে যুক্ত এবং তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই সংক্রান্ত বেআইনি টাকা ঢুকেছে! একইসঙ্গে শিবাঙ্কিতাকে ওঅ ব্যক্তি বলে, ৯৯ হাজার টাকা দিলে তিনি ছাড়া পেতে পারেন। শিবাঙ্কিতা ভয় পেয়ে সেই টাকা ট্রান্সফার করে দেন।
আরও পড়ুন: Elton John: ‘দৃষ্টিশক্তি হারিয়েছি’, জানালেন জনপ্রিয় গায়ক এলটন জন
এই ঘটনা ঘটার কিছু পরেই শিবাঙ্কিতা বুঝতে পারেন যে তিনি সাইবার ক্রাইমের (Digital Arrest) শিকার হয়েছেন! এরপর সঞ্জয় দীক্ষিত মেয়েকে নিয়ে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। সাইবার ক্রাইম সেলের কাছে অভিযোগ পাঠান তাঁরা।
‘ডিজিটাল অ্যারেস্ট’-এর অর্থ কী?
সম্প্রতি সাইবার অপরাধ জগতে ‘ডিজিটাল অ্যারেস্ট’ (Digital Arrest) শব্দটি খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। এক্ষেত্রে যাকে টার্গেট করা হয় তার কাছে নিজেকে সিবিআই বা পুলিশ পরিচয় দিয়ে ভুয়ো মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয়। আর মামলা থেকে বাঁচতে টাকারও দাবি করা হয়। তাড়াহুড়োতে বা সচেতনতার অভাবে অনেকে সেই ফাঁদে পা দিয়ে টাকা-সম্পত্তি হারান, যেমনটা ঘটল শিবাঙ্কিতার ক্ষেত্রে!