ইন্ডিয়া নিউজ বাংলা, শ্রীনগর : Encounter In Jammu Kashmir জম্মু ও কাশ্মীরে বারবার ব্যর্থ হওয়ার পরেও তাদের সন্ত্রাসবাদী কার্যকলাপ অব্যাহত রেখেছে জঙ্গিরা। ফলস্বরূপ নিরাপত্তা বাহিনী সোপিয়ান জেলায় দুই জঙ্গিকে এনকাউন্টার করে নিকেশ করেছে। গতকাল দিনের বেলায় শুরু হওয়া এই সংঘর্ষ চলে গভীর রাত পর্যন্ত।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন যে, গোপন সূত্রে জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে খবর পেয়ে সোপিয়ানের কিলবল এলাকায় তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী । তল্লাশি চালানোর সময় লুকিয়ে থাকা জঙ্গিরা তাঁদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে। নিরাপত্তা বাহিনীও পাল্টা জবাব দেয়। শুরু হয় এনকাউন্টার। এরপর গভীর রাত পর্যন্ত চলা এনকাউন্টারে দুই জঙ্গি নিহত হয়।
সন্ত্রাসবাদ ও পাথর ছোড়ার ঘটনা কমেছে: লেফটেন্যান্ট জেনারেল ওয়াই কে জোশি Encounter In Jammu Kashmir
আমরা আপনাকে জানিয়ে রাখি যে, ২০২১ সাল জম্মু ও কাশ্মীর এবং লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সশস্ত্র বাহিনীর জন্য স্মরণীয় বছর ছিল। নর্দার্ন কমান্ডের জেনারেল অফিসার-কমান্ডিং-ইন-চিফ (জিওসি-ইন-সি) লেফটেন্যান্ট জেনারেল ওয়াই কে জোশি বলেছেন যে, জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদ সম্পর্কিত ঘটনা এবং পাথর ছোড়ার মতো কার্যকলাপ হ্রাস পেয়েছে। তিনি জানিয়েছেন, ‘নিরাপত্তা বাহিনী এবং জম্মু ও কাশ্মীরের জনগণের প্রচেষ্টায় সন্ত্রাস সম্পর্কিত ঘটনা, পাথর ছোড়া ও বিক্ষোভ কমে এসেছে।’
সাম্বা জেলায় সীমান্তের কাছে পাকিস্তানি পতাকা পাওয়া গেছে Encounter In Jammu Kashmir
শনিবার সাম্বা জেলার আন্তর্জাতিক সীমান্তের কাছে ভারতীয় ভূখণ্ডে একটি পাকিস্তানি পতাকা খুঁজে পেয়েছে নিরাপত্তা বাহিনী। তারপরেই নিরাপত্তা বাহিনী আশেপাশের এলাকায় তল্লাশি অভিযান শুরু করে।
আরও পড়ুন : Polstrat-NewsX Pre-Poll Survey From UP উত্তরপ্রদেশে আবারও বিজেপির সরকার গঠনের প্রবল সম্ভাবনা
—–
Published by Subhasish Mandal