Sunday, February 16, 2025
HomeদেশEncounter At Jammu Kashmir নিরাপত্তা বাহিনী-জঙ্গি সংঘর্ষে হত এক জঙ্গি, শহিদ পুলিশকর্মী-সহ...

Encounter At Jammu Kashmir নিরাপত্তা বাহিনী-জঙ্গি সংঘর্ষে হত এক জঙ্গি, শহিদ পুলিশকর্মী-সহ আহত পাঁচ

বীর সিং, শ্রীনগর, ইন্ডিয়া নিউজ বাংলা : Encounter At Jammu Kashmir জম্মু ও কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষে হত এক জঙ্গি। ঘটনায় শহিদ হয়েছেন এক পুলিশকর্মী। সংঘর্ষে আহত হয়েছেন তিন সেনা-সহ পাঁচজন। নিহত জঙ্গি জইশ-ই-মহম্মদের সদস্য বলে জানা গেছে। এখনও জারি রয়েছে এনকাউন্টার। আরও জঙ্গির খোঁজে গোটা এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী।

পরিচিত ব্যক্তির সঙ্গে দেখা আসে জঙ্গিরা Encounter At Jammu Kashmir

অস্ত্র-সহ জঙ্গিদের একটি দল গত সন্ধ্যায় কুলগাম জেলার পরীবন এলাকায় এক পরিচিত ব্যক্তির সঙ্গে দেখা করতে আসে। তখনই বিষয়টি জানতে পারে পুলিশ। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ, এসওজি, সেনা এবং সিআরপিএফ কর্মীরা চলে আসে। এই সময় নিরাপত্তা বাহিনীকে দেখে জঙ্গিরা নির্বিচারে গুলি চালাতে থাকে এবং পিছু হটতে থাকে। ঘটনায় এক পুলিশকর্মী নিহত হন এবং দুই সাধারণ নাগরিক ক্রস ফায়ারিংয়ের কবলে পড়ে আহত হন।

আত্মসমর্পণ করতে বললে সন্ত্রাসীরা গুলি চালায় Encounter At Jammu Kashmir

নিরাপত্তা বাহিনী বেশ কয়েকবার জঙ্গিদের আত্মসমর্পণ করতে বললেও তারা বাহিনীর আবেদন উপেক্ষা করে এবং গুলি চালাতে শুরু করে। পাল্টা নিরাপত্তা বাহিনী গুলি চালালে এক জঙ্গির মৃত্যু হয়। এরমধ্যেই পুলিশকর্মী রোহিত কুমার গুলিযুদ্ধে গুরুতর আহত হন। তবে সামনে থেকে গুলি ছুড়তে থাকা এক জঙ্গিকে গুলি করে হত্যা করেন রোহিত। গুরুতর আহত অবস্থায় রোহিত কুমারকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

আইজি কী বললেন শুনুন Encounter At Jammu Kashmir

আইজিপি (কাশ্মীর) বিজয় কুমার বলেছেন যে, কুলগামের পরীবন এলাকায় এখনও এনকাউন্টার চলছে। চারপাশ ঘিরে রাখা হয়েছে। পুলিশের সিলেকশন গ্রেড কনস্টেবল রোহিত এনকাউন্টারে নিহত হয়েছেন এবং তিনজন সেনা সদস্য ও দুই গ্রামবাসী আহত হয়েছেন। হত জঙ্গির তিন সহযোগী এখনও আত্মগোপন করে রয়েছে এবং তাদের নির্মূল করার অভিযান জারি রয়েছে।

আরও পড়ুন : Corona Infected Leaders জেনে নিন কোন কোন রাজনৈতিক ব্যক্তিত্ব করোনায় আক্রান্ত

——-
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular