Sunday, September 8, 2024
HomeদেশED interrogated Omar Abdullah জম্মু ও কাশ্মীর ব্যাঙ্কের বিল্ডিং কেনা সংক্রান্ত মামলায়...

ED interrogated Omar Abdullah জম্মু ও কাশ্মীর ব্যাঙ্কের বিল্ডিং কেনা সংক্রান্ত মামলায় ইডির মুখোমুখি ওমর আবদুল্লাহ

শুভাশিস মণ্ডল, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা: ED interrogated Omar Abdullah জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহকে জেরা করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। প্রায় ১২ বছর আগে জম্মু ও কাশ্মীর ব্যাঙ্কের একটি বিল্ডিং কেনা সংক্রান্ত মামলায় বৃহস্পতিবার দিল্লিতে ইডির মুখোমুখি হন ওমর।

বৃহস্পতিবার দিল্লিতে ইডির সদর দফতরে সকালেই পৌঁছে যান ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ। চলতি বছরের শুরুতে করা ইডির এই মামলা প্রসঙ্গে বৃহস্পতিবার ন্যাশনাল কনফারেন্স জানায় প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করবেন কারণ তাঁর পক্ষ থেকে কোনও অন্যায় কাজ করা হয়নি এবং তিনি তদন্তাধীন কোনও বিষয়ে অভিযুক্ত নন। ED interrogated Omar Abdullah

এদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ইডির তলব প্রসঙ্গে তদন্তকারী সংস্থাগুলির অপব্যবহার করার জন্য কেন্দ্রকে অভিযুক্ত করে ন্যাশনাল কনফারেন্স মুখপাত্র বলেছেন, ‘এটি একই দিকে আরেকটি পদক্ষেপ। বিজেপির অর্থপূর্ণ বিরোধিতা করে এমন কোনও রাজনৈতিক দলকে রেহাই দেওয়া হয়নি, তা ইডি, সিবিআই, এনআইএ, এনসিবিই হোক না কেন– সবই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। সাম্প্রতিক বছরগুলিতে আমরা দেখেছি যে যেখানেই রাজ্য নির্বাচন হওয়ার কথা, সেখানে ইডি-র মতো এজেন্সিগুলি চলে আসে এবং সেই দলগুলিকে লক্ষ্য করে যারা বিজেপিকে চ্যালেঞ্জ করে।’

ED interrogated Omar Abdullah

আরও পড়ুন : Amit Shah on Disaster Management দুর্যোগ ব্যবস্থাপনায় ভারতের মর্যাদা বেড়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

————
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular