Tuesday, January 21, 2025
HomeBreakingPM Modi: Dominica'র সর্বোচ্চ সম্মান পাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী

PM Modi: Dominica’র সর্বোচ্চ সম্মান পাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী

ফের মোদীর মুকুটে নয়া পালক। প্রধানমন্ত্রী মোদীকে দেশের সর্বোচ্চ সম্মান প্রদান করার কথা ঘোষণা করল কমনওয়েলথ অব ডমিনিকা। কোভিড ১৯ পরিস্থিতিতে ডমিনিকার পার্বত্য অঞ্চলে সাহায্যের জন্য মোদীকে এই স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডমিনিকা।

মোদীকে ডমিনিকার সম্মান

শুধু ডমিনিকাকে করোনাকালে সাহায্যই নয়, সেই সঙ্গে ভারত এবং ডমিনিকার মধ্যে সম্পর্কের সুদৃঢ়করণের স্বীকৃতিস্বরূপও এই সম্মান দেওয়া হতে চলেছে নরেন্দ্র মোদীকে। জানা গিয়েছে, আগামী সপ্তাহ থেকে গুয়ানার জর্জটাউনে India-CARICOM Summit-এ মোদীকে এই সম্মানে সম্মানিত করবেন ডমিনিকা কমনওয়েলথ-এর প্রেসিডেন্ট Sylvanie Burton.

আরও পড়ুন: Chief Justice of India: দেশের প্রধান বিচারপতির চেয়ারে বসছেন সঞ্জীব খান্না, শপথ ১১ নভেম্বর

কোভিড ১৯ অতিমারীর প্রথম বছরে, অর্থাৎ ২০২১-এর ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী মোদী ডোমিনিকাতে ৭০,০০০ ডোজ AstraZeneca COVID-19 ভ্যাকসিন পাঠিয়েছিলেন। এই অতিমারীর সময় ভারতের এই সাহায্যের জন্য কৃতজ্ঞতা জানায় ডোমিনিকা। শুধু স্বাস্থ্যক্ষেত্রেই নয়, সেই সঙ্গে শিক্ষা, তথ্য-প্রযুক্তিতেও ভারত সাহায্যের হাত বাড়িয়ে দেয়। সেই সঙ্গে আন্তর্জাতিক স্তরে উন্নয়নের ক্ষেত্রেও ভারতের অবদানের কথাও প্রশংসিত হয়।

সরকারি বিবৃতি অনুযায়ী, প্রধানমন্ত্রী মোদী পুরস্কার প্রদানের এই প্রস্তাব গ্রহণ করেছেন এবং জলবায়ু পরিবর্তন এবং ভূ-রাজনৈতিক দ্বন্দ্বের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতার গুরুত্বের ওপর জোর দিয়েছেন। প্রধানমন্ত্রী মোদী এই সমস্যাগুলির মোকাবিলায় ডমিনিকা এবং ক্যারিবিয়ানের সঙ্গে কাজ করার জন্য ভারতের প্রতিশ্রুতিকে নিশ্চিত করেছেন।

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular