মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ইন্টারনেট সেনসেশন Dolly Chaiwala’র এন্ট্রিকে ঘিরে জলপনা তুঙ্গে। বৃহস্পতিবার নাগপুরে ভারতীয় জনতা পার্টির হয়ে নির্বাচনী প্রচারে দেখা যায় তাঁকে। এই ডলি চা-ওয়ালা, নাগপুর সদর এলাকার পুরোনো ভিসিএ স্টেডিয়ামের কাছে একটি চায়ের দোকান চালান। তাঁর চা বিক্রির অদ্ভুত কায়দাই তাঁকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেয়। তিনি Dolly Chaiwala নামেই জনপ্রিয়।
ডলি কি বিজেপিতে?
নির্বাচনী প্রচারে বিজেপি নেতাদের সঙ্গে ডলিকে (Dolly Chaiwala) দেখা যাওয়ায় গেরুয়া শিবিরে তাঁর যোগদানের জল্পনাকে আরও বাড়িয়ে দিয়েছে। যদিও দলের তরফে এখনও কোনও সরকারি বিবৃতি আসেনি এই প্রসঙ্গে। বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়ও সোশ্যাল মিডিয়ায় নির্বাচনী প্রচারের একটি ছবি শেয়ার করেন, যেখানে তাঁর সঙ্গে ডলি চা-ওয়ালাকে দেখা যায়।
नागपुर पूर्व विधानसभा क्षेत्र में भारतीय जनता पार्टी के पन्ना प्रमुख एवं पन्ना समिति के कार्यकर्ताओं के साथ बैठक कर महाराष्ट्र विधानसभा चुनाव के संबंध में चर्चा की।
जोश से भरे कार्यकर्ताओं ने भाजपा की महाविजय के लिए प्राण प्रण से जुटने का संकल्प लिया। इस अवसर पर भाजपा प्रत्याशी… pic.twitter.com/pwOHDG4Q3M
— Kailash Vijayvargiya (@KailashOnline) November 13, 2024
প্রসঙ্গত, চলতি বছর এপ্রিলে ডলি চা-ওয়ালা (Dolly Chaiwala) গুরুগ্রামে ইউটিউব ইনফ্লুয়েন্সার মিটে হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সৈনিকে চা দেন। সেই চা দেওয়ার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। গত ফেব্রুয়ারিতে মাইক্রোসফট-এর ফাউন্ডার বিল গেটস একটি পোস্ট দিয়েছিলেন, যেখানে দেখা যায় ডলি চা-ওয়ালা চা করছেন এবং বিল গেটস-কে চা দিচ্ছেন।
আরও পড়ুন: Nayab Singh Saini: হরিয়ানায় দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ নয়াব সিং সাইনির
ডলি চা-ওয়ালার (Dolly Chaiwala) চা পরিবেশন করার মৌলিক কায়দায় তাকে সোশ্যাল মিডিয়ায় এতো পরিচিতি দিয়েছে। বিল গেটস তাই বলেছিলেন, ‘ভারতে সর্বত্র ইনোভেশন দেখা যায়, এমনকি এক কাপ সাধারণ চা তৈরির ক্ষেত্রেও!’