ইন্ডিয়া নিউজ বাংলা, অযোধ্যা, Dispute Between SP and BJP Workers in Ayodhya বিজেপি ও এসপি কর্মী সমর্থকদের মধ্যে ঝামেলার ঘটনায় এসপি প্রার্থী অভয় সিংকে গ্রেফতার করেছে অযোধ্যা পুলিশ। শনিবার সকালে অভয় সিংকে তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।
এর আগেও একাধিবার ঝামেলায় জড়িয়েছে বিজেপি ও এসপি সমর্থকরা Dispute Between SP and BJP Workers in Ayodhya
উল্লেখ্য, শুক্রবার রাতে গোসাইনগঞ্জের এসপি প্রার্থী অভয় সিং এবং বিজেপি প্রার্থী আরতি তিওয়ারির সমর্থক বিকাশ সিংয়ের মধ্যে কোনও একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। শেষ পর্যন্ত সেই ঝামেলা হাতাহাতির পর্যায়ে পৌঁছায়। দুুইপক্ষের বিরুদ্ধে গুলি ছোড়া এবং গাড়ি ভাঙচুরের অভিযোগ তুলেছেন স্থানীয়রা । মারধর করা হয় সংবাদ মাধ্যমের কর্মীদেরও। ঘটনার খবর পেয়ে মহারাজগঞ্জ থানায় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। পুুলিশ সূূত্রে খবর, এই প্রথম না। এর আগেও গোসাইনগঞ্জে বিজেপি ও এসপি সমর্থকদের মধ্যে বিবাদ হয়েছে। শুক্রবার তৃতীয়বার হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুুই পক্ষ। এর আগেও মহারাজগঞ্জ ও বিকাপুরে এই দুই পক্ষের মধ্যে বিরোধ হয়েছে। বিজেপি সমর্থকদের অভিযোগ, এসপি সমর্থকরা থানায় ঢুকে ঝামেলা করেছে, পুলিশের কাজে বাধা দিচ্ছে। এই বিষয়ে যদিও পুুলিশের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও পড়ুন : Panipat Court Big Decision ইতিহাসে প্রথমবার কোন আসামিকে মৃত্যুদণ্ড দিল পানিপথ আদালত
___
Published by Julekha Nasrin