ইন্ডিয়া নিউজ বাংলা, উনা: Disobeying Order Of The Supreme Court রিজার্ভ ফরেস্টের ভেতর দিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে উনার বঙ্গনা মহকুমার অন্তর্গত তেহরা গ্রাম পঞ্চায়েতে একটি বাড়ির রাস্তা বের করা হয়েছে। ভাইরাল ভিডিওয় এ খবর প্রকাশ হওয়ায় যৌথ বিবৃতি দিলেন জেলা পরিষদের সহ-সভাপতি কৃষাণ পাল শর্মা, তেহরার ডেপুটি প্রধান সুখদেব এবং প্রাক্তন প্রধান অজয় শর্মা।
বন দফতর অনুমতি না দেওয়ায় রাস্তা তৈরির কাজ হিমঘরে Disobeying Order Of The Supreme Court
যৌথ বিবৃতি তাঁরা বলেন, কিছু দুষ্কৃতী ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করছে। ভিডিওতে কাঁচা রাস্তা পরিষ্কার দেখা গেলেও এখানে পাকা রাস্তা নির্মাণ সম্ভব নয়। আগের পঞ্চায়েতও পরিবারের সুবিধার কথা ভেবে রাস্তা পরিষ্কার করার চেষ্টা করেছিল, কিন্তু বন বিভাগ অনুমতি না দেওয়ায় বিষয়টি হিমাঘরে চলে যায়।
তাঁরা আরও বলেছেন যে, পঞ্চায়েত এই পরিবারের সমস্যার সমাধান করার চেষ্টা করছে। আশা করছি কোনও না কোনও উপায় অবশ্যই বেরিয়ে আসবে। তাঁরা একথাও বলেছেন যে, সড়ক নির্মাণে সরকারের কাছে তহবিল ও সদিচ্ছার কোনও অভাব নেই। তবে টেকনিক্যালি এই নির্মাণ কাজে সমস্যা রয়েছে।
আরও পড়ুন : Encounter In Srinagar শ্রীনগরে এনকাউন্টারে হত ১০ জঙ্গি
———–
Published by Subhasish Mandal