Thursday, November 21, 2024
Homeরাজ্যজলপাইগুড়িDerailed Bikaner-Guwahati Express দুর্ঘটনাগ্রস্ত আপ বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস! চলছে উদ্ধার কাজ, ৩টি মৃতদেহ...

Derailed Bikaner-Guwahati Express দুর্ঘটনাগ্রস্ত আপ বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস! চলছে উদ্ধার কাজ, ৩টি মৃতদেহ উদ্ধার, আহত বহু

শিলিগুড়ি থেকে প্রসেনজিৎ রাহা এবং জলপাইগুড়ি থেকে সুপ্রিয় বসাক, ইন্ডিয়া নিউজ বাংলা : পটনা থেকে গুয়াহাটি যাওয়ার পথে ভয়াবহ রেল দুর্ঘটনার কবলে পড়ল আপ ১৫৩৬৬ বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস। বিকেল ৫টা নাগাদ জলপাইগুড়ি-ময়নাগুড়ি স্টেশনের মাঝে ময়নাগুড়ি ওভারব্রিজের দোহমনিতে দুর্ঘটনাটি ঘটে। দুঘর্টনার খবর পেয়ে রেলের উচ্চপদস্থ আধিকারিকরা উদ্ধারকারী দল নিয়ে পৌঁছেছে। এখনও পর্যন্ত ৩ জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। বেশ কয়েকজনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। গ্যাস কাটার দিয়ে বগি কেটে উদ্ধারকার্য চালানো হচ্ছে। উদ্ধারকারীদের সঙ্গে হাত লাগিয়েছেন স্থানীয় মানুষেরা। ট্রেনটির ৪-৫টি বগি দুমড়ে মুচড়ে গিয়েছে। একাধিক যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আলিপুরদুয়ারের ডিআরএম দিলীপ কুমার সিং বলেছেন, ‘ঘটনাস্থলের দিকে যাচ্ছি। রেলের অন্যান্য কর্মীরাও পৌঁছচ্ছেন। ঘটনাস্থলে বিভিন্ন ব্লক থেকে ইতিমধ্যেই ৫১টি অ্যাম্বুলেন্স পৌঁছেছে।’ একাধিক চিকিৎসক দল ও স্বাস্থ্যকর্মী পৌঁছেছে ঘটনাস্থলে। রেলের তরফে হেল্পলাইন চালু হয়েছে। হেল্পলাইন নম্বরগুলি হল 03612731622, 03612731623।

Derailed Bikaner-Guwahati Express, Helpline Numbers 03612731622, 03612731623

এদিকে ভয়াবহ দুর্ঘটনার খবর পেয়ে জেলা আধিকারিকদের দুর্ঘটনাস্থলে দ্রুত পৌঁছনোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনকে যুদ্ধকালীন পরিস্থিতিতে উদ্ধারকাজ চালানোর নির্দেশ দেন তিনি। জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বসু জানিয়েছেন, ‘উদ্ধারকাজ চলছে। জেলা হাসপাতালের চিকিৎসক-নার্সদের প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। একাধিক অ্যাম্বুলেন্সকে ডেকে পাঠানো হয়েছে। আমরা আলোর ব্যবস্থা করছি।’ অ্যাম্বুলেন্স-সহ ট্রমাকেয়ার অ্যাম্বুলেন্স, একাধিক মেডিক্যাল টিম পৌঁছেছে ঘটনাস্থলে। মাথাভাঙার অ্যাডিশনাল এসপির নেতৃত্বে ২০ জনের একটি দল, ৪টি অ্যাম্বুলেন্স, দড়ি, ড্রাগন লাইট এবং অন্যান্য সামগ্রী নিয়ে দুর্ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। পাশাপাশি ৫০০ প্যাকেট খাদ্য ও পানীয় জল নিয়ে রওনা দিয়েছেন মেখলিগঞ্জের ওসি।

——-
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular