Thursday, November 21, 2024
HomeদেশDelhi Jahangirpuri Hanuman Jayanti Rally Clash দিল্লিতে হনুমান জয়ন্তীর মিছিলকে ঘিরে সংঘর্ষের...

Delhi Jahangirpuri Hanuman Jayanti Rally Clash দিল্লিতে হনুমান জয়ন্তীর মিছিলকে ঘিরে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ১৪

শুভাশিস মণ্ডল, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা: Delhi Jahangirpuri Hanuman Jayanti Rally Clash দিল্লির জাহাঙ্গিরপুরীতে শনিবার হনুমান জয়ন্তীর মিছিল চলাকালীন দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৪ জনকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। এই ১৪ আসামির মধ্যে আনসার নামে একজনকে প্রধান আসামি বলে চিহ্নিত করা হয়েছে। আনসার জাহাঙ্গিরপুরীর সি-ব্লকে থাকেন এবং এলাকার একজন মুসলিম নেতা।

ডিসিপি উত্তর-পশ্চিম ঊষা রঙ্গনানি বলেছেন যে, ‘শনিবার দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ধারা ৩০৭ (খুনের চেষ্টা), ১২০বি (অপরাধমূলক ষড়যন্ত্র), ১৪৭ (দাঙ্গা) এবং ভারতীয় দণ্ডবিধি ও অস্ত্র আইনের অন্যান্য প্রাসঙ্গিক ধারাগুলির অধীনে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে।’ Delhi Jahangirpuri Hanuman Jayanti Rally Clash

যে ১৪ জনকে দিল্লি পুলিশ অশান্তি পাকানোর অভিযোগে গ্রেফতার করেছে তাদের নাম হল জাহিদ, আনসার, শাহজাদ, মুক্তিয়ার, মোহাম্মদ আলি, আমির, অক্ষর, নূর আলম, মোহাম্মদ আসলাম, জাকির, আকরাম, ইমতিয়াজ, মোহাম্মদ আলি এবং আহির। সূত্রের খবর, হনুমান জয়ন্তীর মিছিল থামিয়ে প্রথমে তর্ক শুরু করে আনসার। তখন তার সঙ্গে ছিল আরও ৪ থেকে ৫ জন যুবক। এরাই মিছিল থামিয়ে দেওয়ায় সংঘর্ষের রূপ নেয় বলে অভিযোগ। বর্তমানে আনসারকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চলছে। Delhi Jahangirpuri Hanuman Jayanti Rally Clash

সংঘর্ষ চলাকালীন শনিবার গুলিবিদ্ধ হন এক এসআই আধিকারিক-সহ বেশ কয়েকজন পুলিশকর্মী। ডিসিপি উত্তর-পশ্চিম ঊষা রঙ্গনানি সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন, ‘এফআইআর-এর ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।’ পরে আরও ৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি। Delhi Jahangirpuri Hanuman Jayanti Rally Clash

তিনি আরও বলেন, ‘সংঘর্ষের সময় ৮ পুলিশকর্মী এবং একজন অসামরিক নাগরিক-সহ মোট ৯ জন আহত হয়েছেন। আহতদের বাবু জগজীবন রাম মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। একজন সাব-ইন্সপেক্টর গুলিবিদ্ধ হয়েছেন। তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে।’

Delhi Jahangirpuri Hanuman Jayanti Rally Clash

আরও পড়ুন : Unemployment can end this way: Modi দেশে বেকারত্ব থাকবে না এই কারণে: মোদি

————
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular