শুভাশিস মণ্ডল, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা: Delhi Jahangirpuri Clash উত্তর-পশ্চিম দিল্লির জাহাঙ্গিরপুরীর গোষ্ঠীসংঘর্ষে উভয় সম্প্রদায়ের ২৩ জনকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। গত শনিবার হনুমান জয়ন্তীর মিছিল আটকানো নিয়ে সংঘর্ষের ঘটনায় আট পুলিশকর্মী এবং একজন সাধারণ মানুষ আহত হন। দুই সম্প্রদায়ের এই সংঘর্ষ ঘিরে রীতিমতো উত্তপ্ত রাজধানী। এদিকে উত্তর-পশ্চিম দিল্লির ডিসিপি শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য আমান কমিটির একটি বৈঠক ডেকেছেন। যেখানে উভয় সম্প্রদায়ের নেতৃবৃন্দের কাছে আহ্বান করা হবে তাঁরা যেন তাঁদের সম্প্রদায়ের মানুষজনদের শান্তিশৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করে।
#DelhiPolice organised an Aman Committee meeting in North West Distt. All members were asked to appeal to their respective communities to maintain peace and harmony, fend off misinformation and report mischievous activities. #Jahangirpuri @DelhiPolice @CPDelhi
— DCP North-West Delhi (@DCP_NorthWest) April 18, 2022
পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছ থেকে পাঁচটি বন্দুক ও পাঁচটি তলোয়ার উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যে তাদের আদালতে পেশ করা হয়েছে। ধৃতদের মধ্যে একজনের নাম আসলাম। সে দিল্লি পুলিশের সাব-ইন্সপেক্টর মেদালাল মীনাকে গুলি করেছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। তার কাছ থেকে একটি দেশীয় পিস্তল উদ্ধার করা হয়েছে। এদিকে সোনু চিকনা নামে দ্বিতীয় বন্দুকধারী পলাতক রয়েছে। পুলিশ তার ভগ্নিপতিকে জিজ্ঞাসাবাদ করছে। Delhi Jahangirpuri Clash
দিল্লির পুলিশ কমিশনার রাকেশ আস্থানা জানিয়েছেন, “২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা সবাই উভয় সম্প্রদায়ের। এরমধ্যে আটজনেরই পূর্বের অপরাধমূলক রেকর্ড রয়েছে। শ্রেণি, ধর্ম, সম্প্রদায় এবং ধর্ম নির্বিশেষে দোষী সাব্যস্ত যেকোনও ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” Delhi Jahangirpuri Clash
আস্থানা আরও জানিয়েছেন, “ক্রাইম ব্রাঞ্চ মামলাটির তদন্ত করছে। ১৪টি দল গঠন করা হয়েছে। চারটি ফরেনসিক দল আজ অপরাধ এলাকা পরিদর্শন করেছে এবং নমুনা সংগ্রহ করেছে। পাশাপাশি সিসিটিভি ফুটেজ এবং ডিজিটাল মিডিয়াও বিশ্লেষণ করা হচ্ছে। কিছু লোক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শান্তি বিঘ্নিত করার চেষ্টা করছে। আমরা সোশ্যাল মিডিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং যারা ভুল তথ্য ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। জনগণ গুজবে যেন কান না দেয়।” Delhi Jahangirpuri Clash
এদিকে জাহাঙ্গিরপুরী এলাকার মুসলমানরা দাবি করেছেন যে, হনুমান জয়ন্তী মিছিলে অংশগ্রহণকারীরা অস্ত্র বহন করে এবং একটি মসজিদ ভাঙচুরের চেষ্টা করেছিল। পাশাপাশি হনুমান জয়ন্তীর মিছিল আটকানোর অভিযোগ ওঠে আনসার নামে এক মুসলিম নেতার বিরুদ্ধে। মিছিল থামিয়ে প্রথমে তর্ক শুরু করে আনসার। তখন তার সঙ্গে ছিল আরও ৪ থেকে ৫ জন যুবক। এরপরই সংঘর্ষের রূপ নেয় বলে অভিযোগ। Delhi Jahangirpuri Clash
গতকালই ডিসিপি উত্তর-পশ্চিম ঊষা রঙ্গনানি বলেছেন যে, ‘শনিবার দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ধারা ৩০৭ (খুনের চেষ্টা), ১২০বি (অপরাধমূলক ষড়যন্ত্র), ১৪৭ (দাঙ্গা) এবং ভারতীয় দণ্ডবিধি ও অস্ত্র আইনের অন্যান্য প্রাসঙ্গিক ধারাগুলির অধীনে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে।’
Delhi Jahangirpuri Clash
————
Published by Subhasish Mandal