Thursday, November 21, 2024
HomeBreakingDelhi Smog: ধোঁয়াশার চাদরে দিল্লি, ট্রেন-বিমান পরিষেবা বিঘ্নিত

Delhi Smog: ধোঁয়াশার চাদরে দিল্লি, ট্রেন-বিমান পরিষেবা বিঘ্নিত

দিল্লি-এনসিআর সহ সমগ্র উত্তর ভারতে গত কয়েক দিন ধরে যে পরিস্থিতি দেখা যাচ্ছে তা চিন্তা বাড়িয়েছে। ধোঁয়ার চাদরে কার্যত ঢাকা পড়ছে দিল্লি-এনসিআর। অবস্থা এমনই হচ্ছে যে সকালবেলা রাস্তায় বেরোনো কঠিন হয়ে যাচ্ছে। সকাল ৯টাতেও পরিস্থিতির তেমন উন্নতি দেখা যাচ্ছে না। এর প্রভাব পড়েছে ট্রেন এবং বিমান পরিষেবাতেও।

ধোঁয়াশার চাদরে দিল্লি-এনসিআর

ওয়াজ়িরপুর, রোহিণী, পঞ্জাবি বাগের মতো দিল্লির বেশ কয়েকটি এলাকায় বাতাসের গুণগত মান উদ্বেগের সৃষ্টি করেছে। তাই দূষণ মোকাবিলায় কড়া পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। কার্যকর করা হয়েছে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান ৩ বা জিআরএপি ৩। এই পদক্ষেপ অনুযায়ী, নির্মাণ বা ভাঙার কাজ যেমন বন্ধ রাখা হয়েছে আপাতত, তেমনই কমানো হয়েছে বাসের সংখ্যাও।

আরও পড়ুন: Yamuna Pollution: বিষাক্ত ফেনায় ঢেকেছে যমুনা, কী বলছেন বিশেষজ্ঞরা?

এছাড়া আপাতত বিএস ৩-এর নীচে থাকা পেট্রল গাড়ি এবং বিএস ৪-এর নীচে থাকা ডিজেল গাড়ি চলাচলও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নয়ডা, গুরুগ্রাম সহ আরও বেশ কিছু জায়গাতেও এই নিয়ম কার্যকর থাকবে বলে জানা গিয়েছে।

রানওয়েতে দৃশ্যমানতা কম থাকার কারণে অমৃতসর, চন্ডিগড়, দিল্লির বিমান ছাড়ার সময়েও কিছুটা হেরফের হচ্ছে। ট্রেন পরিষেবারও কিছুটা এমনই অবস্থা। বিভিন্ন স্টেশনে কিছুটা থেমে থেমে চলছে ট্রেনগুলি। দিল্লি বিমানবন্দর হোক বা নয়া দিল্লি, আনন্দ বিহার, পুরোনো দিল্লি রেলওয়ে স্টেশন, সর্বত্র যাত্রীদের ভিড় পরিলক্ষিত হচ্ছে।

এদিকে দূষণের হাত থেকে বাঁচতে দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী মারলেনা জানিয়েছেন, পরবর্তী সিদ্ধান্ত না-জানানো পর্যন্ত আপাতত দিল্লিতে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত স্কুলগুলিতে অনলাইন পঠনপাঠন চলবে।

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular