Tuesday, December 17, 2024
HomeBreakingPriyanka Gandhi: 'প্যালেস্তাইনে'র পর 'বাংলাদেশ' লেখা ব্যাগ নিয়ে সংসদে প্রিয়াঙ্কা গান্ধী

Priyanka Gandhi: ‘প্যালেস্তাইনে’র পর ‘বাংলাদেশ’ লেখা ব্যাগ নিয়ে সংসদে প্রিয়াঙ্কা গান্ধী

শীতকালীন অধিবেশনেই সংসদে পা রেখেছেন তিনি। আর শুরু থেকেই বিতর্কের কেন্দ্রে উঠে এসেছেন প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)। ফ্যাশন স্টেটমেন্টকে হাতিয়ার করেই অভিনব পদ্ধতিতে প্রতিবাদে নেমেছেন প্রিয়াঙ্কা। সোমবারই তাঁর কাঁধে থাকা প্যালেস্টাইন ব্যাগ বিতর্কের ঝড় তুলেছিল। আর সেই রেশ থাকতে থাকতেই এবার প্রিয়াঙ্কার কাঁধে উঠল বাংলাদেশ ব্যাগ!

ব্যাগ বিতর্কে প্রিয়াঙ্কা

সোমবার প্যালেস্তাইনের সমর্থনে সংসদে ব্যাগ নিয়ে এসেছিলেন প্রিয়াঙ্কা। এরপর তিনি (Priyanka Gandhi) নিয়ে এলেন বাংলাদেশ সংক্রান্ত ব্যাগ। আর এই ব্যাগের গায়ে লেখা- ‘বাংলাদেশের হিন্দু-খ্রিস্টানদের পাশে দাঁড়াও।’ তবে প্রিয়াঙ্কা একা নন, কংগ্রেসের অন্যান্য সাংসদেরাও একই ধরনের ব্যাগ নিয়ে সংসদের বাইরে বিক্ষোভ দেখান।

আরও পড়ুন: লোকসভায় পেশ হতে চলেছে ‘One Nation, One Election’ বিল

এদিকে প্রিয়াঙ্কার (Priyanka Gandhi) প্যালেস্তাইনের প্রতি সংহতিকে নিয়ে নিশানা করেন বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র। তিনি বলেন, ‘তোষণের ঝুলি’ নিয়ে ঘুরে বেড়ান প্রিয়াঙ্কা।

তবে এই সব বিতর্কে আমল দিতে নারাজ প্রিয়াঙ্কা। তাঁর (Priyanka Gandhi) মতে, এই ধরনের আলোচনা করা আসলে খুবই সাধারণ ‘পিতৃতন্ত্র’। ব্যাগ বিতর্কে প্রিয়াঙ্কা বলেন, ‘আমি কোন পোশাক পরব, কোন পোশাক পরব না, তা কে ঠিক করবে? কে সিদ্ধান্ত নেবে? এটা একধরনের পিতৃতন্ত্র, যেখানে অন্য কেউ সিদ্ধান্ত নেবেন যে মহিলারা কী পরবেন আর কী পরবেন না? আমি এসবকে গুরুত্ব দিই না। আমি যা চাইব তাই পরব।’

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular