Tuesday, September 17, 2024
Homeরাজ্যকলকাতাCrackdown on illegal weapons across the WB বেআইনি অস্ত্র উদ্ধারে রাজ্যজুড়ে অভিযান,...

Crackdown on illegal weapons across the WB বেআইনি অস্ত্র উদ্ধারে রাজ্যজুড়ে অভিযান, দাগি দুষ্কৃতীদের বিরুদ্ধে ১০৭, ১০৯, ১১০ ধারায় মামলা রুজুর নির্দেশ

শুভাশিস মণ্ডল, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা: Crackdown on illegal weapons across the WB ‘সারা বাংলায় যেখানে যত বোমা, বন্দুক, গুলি আছে আগামী এক সপ্তাহের মধ্যে উদ্ধার করে নষ্ট করতে হবে। কয়েক জন পুলিশের জন্য গোটা ডিপার্টমেন্টের বদনাম হবে এটা আমি মেনে নেব না।’ বগটুইয়ে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরই নড়েচড়ে বসল রাজ্য পুলিশ। এক বিজ্ঞপ্তিতে বেআইনি অস্ত্র উদ্ধারে রাজ্যজুড়ে অভিযানের নির্দেশ দিলেন রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল (ডিজি) মনোজ মালব্য।

নির্দেশে জানানো হয়েছে, আগামী ১০ দিন ধরে বেআইনি অস্ত্র বাজেয়াপ্ত করতে বিশেষ অভিযান চালানো হবে। ইতিমধ্যেই সব জেলার এসপি, সিপিদের পাঠিয়ে দেওয়া হয়েছে ডিজির নির্দেশ। থানাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, আগামী দু’ দিনের মধ্যেই এলাকার দাগি দুষ্কৃতীদের বিরুদ্ধে সিআরপিসি-র ১০৭, ১০৯, ১১০ ধারায় মামলা রুজু করতে এবং গুন্ডাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে তারও রিপোর্ট আগামী ১০ দিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। Crackdown on illegal weapons across the WB

আরও পড়ুন : CM Mamata Banerjee at Rampurhat ‘অপরাধীরা যেখানেই পালিয়ে যাক না কেন গ্রেফতার করতে হবে’, বগটুইয়ে পুলিশকে স্পষ্ট নির্দেশ মুখ্যমন্ত্রীর

এছাড়াও হেড কোয়ার্টারকে না জানিয়ে কোনও সিনিয়র পুলিশ অফিসার ছুটিতে যাতে না যায় তারও নির্দেশ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। অস্ত্র উদ্ধার এবং দাগি অপরাধীদের ধরপাকড়ের এই বিশেষ অভিযানে সমস্ত পুলিশ কমিশনার এবং পুলিশ সুপারদের অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্যের প্রতিটি জেলার গোয়েন্দা শাখাকে স্পর্শকাতর এলাকার তালিকা দিতে বলা হয়েছে। প্রতিটি ওয়ার্ড এবং গ্রাম পঞ্চায়েতের মধ্যে কোনটি বেশি, কোনটি কম স্পর্শকাতর তার নিরিখে ‘এ’, ‘বি’, ‘সি’ আলাদা আলাদা করে চিহ্নিত করতে হবে। এমনকী রাজ্যের কোথাও রাজনৈতিক দ্বন্দ্ব এবং গোষ্ঠীদ্বন্দ্ব চলছে কিনা তারও খোঁজ রাখার জন্য গোয়েন্দাদের নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে।

Crackdown on illegal weapons across the WB

আরও পড়ুন : Rampurhat Case in High Court হাইকোর্টে জমা পড়ল কেস ডায়েরি, স্বতঃপ্রণোদিত মামলা দায়ের জাতীয় মানবাধিকার কমিশনের

————
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular