Sunday, November 24, 2024
HomeBreakingNarendra Modi: স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর ওপর হামলার তীব্র নিন্দা মোদীর

Narendra Modi: স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর ওপর হামলার তীব্র নিন্দা মোদীর

বুধবার প্রকাশ্যে গুলিবিদ্ধ হয়েছিলেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। আর এই হামলারই তীব্র নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ঘটনাকে ‘কাপুরুষের মতো আচরণ’ বলে সমালোচনা করেছেন তিনি।

জানা গিয়েছে, বুধবার মন্ত্রিসভার বৈঠক শেষ হওয়ার পরেই শোনা যায় গুলির আওয়াজ। গুলিবিদ্ধ হন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী ফিকোকে লক্ষ্য করে চারবার গুলি করা হয়। অস্ত্রোপচারের পর ফিকোর জ্ঞান ফিরেছে বলে সূত্রের খবর।

বৃহস্পতিবার সকালে এই ঘটনার তীব্র নিন্দা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ তিনি তাঁর এক্স হ্যান্ডেল লেখেন, ‘স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর উপর গুলি চালানোর খবরে আমি গভীরভাবে মর্মাহত। এই কাপুরুষোচিত এবং জঘন্য কাজের তীব্র নিন্দা করছি ৷ প্রধানমন্ত্রী ফিকোর দ্রুত আরোগ্য কামনা করছি। ভারত পাশে রয়েছে।’

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular