ইন্ডিয়া নিউজ বাংলা, প্রয়াগরাজ: Controversial Statement in Sant Sammelan মহাত্মা গান্ধিকে নিয়ে প্রয়াগরাজের সন্ত সমাবেশে ফের বিতর্কিত বক্তব্য উঠে এল। একইসঙ্গে ভারতকে হিন্দু রাষ্ট্র বলে ঘোষণা করার দাবি তুলল সাধুসন্তরা। পাশাপাশি মুসলমানদের সংখ্যালঘু মর্যাদা বাতিলেরও দাবি উঠেছে এই সমাবেশ থেকে। দেশের বর্তমান সরকারের কাছে এ বিষয়ে কয়েকটি প্রস্তাবও রাখা হয়েছে। এই সমাবেশ থেকেই ইয়েতি নরসিংহানন্দ ও জিতেন্দ্র ত্যাগী ওরফে ওয়াসিম রিজভির মুক্তির দাবি জানানো হয়েছে।
শঙ্করাচার্য নরেন্দ্রানন্দ সরস্বতী ধর্ম সম্মেলনে দাবি করেছেন যে, অবিলম্বে এক মাসের মধ্যে নরসিংহানন্দ ইয়েতি এবং জিতেন্দ্র নারায়ণ ত্যাগীকে নিঃশর্ত মুক্তি দিতে হবে উত্তরাখণ্ড সরকারকে। আর মুক্তি দিতে ব্যর্থ হলে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তিনি আরও বলেছেন, ধর্মান্তরিতদের ফাঁসি এবং হিন্দুদের জন্য ৫ সন্তান জন্ম দেওয়ার আবেদন অনুমোদন করা হোক।
যারা ধর্মান্তরিত হয়েছে তাদের ফাঁসি দেওয়ার দাবি Controversial Statement in Sant Sammelan
প্রথম প্রস্তাবে ধর্ম সম্মেলনে উপস্থিত সাধুরা ভারতকে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণার কথা বলেছেন। এবার দ্বিতীয় প্রস্তাবে তাঁরা ধর্মান্তরের ঘটনা সম্পূর্ণরূপে বন্ধ করার জন্য কঠোর আইন তৈরি করার দাবি জানিয়েছেন। এর পাশাপাশি যাঁরা ধর্মান্তরিত হয়েছে তাঁদের মৃত্যুদণ্ডেরও দাবি জানানো হয়েছে।
তৃতীয় প্রস্তাবে হরিদ্বার ধর্ম সংসদে উস্কানিমূলক বক্তৃতা দেওয়ার জন্য গ্রেফতার হওয়া স্বামী ইয়াতি নরসিংহানন্দ এবং জিতেন্দ্র ত্যাগী ওরফে ওয়াসিম রিজভির নিঃশর্ত মুক্তি দাবি করা হয়েছে। মহামণ্ডলেশ্বর প্রভুদানন্দ মহারাজ ইসলাম ধর্ম নিয়ে প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি হিন্দুদেরকে পায়রা বলে উল্লেখ করেছেন এবং জিহাদিকে বিড়ালের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেছেন, যাঁরাই দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত তাঁদের পাকিস্তান বা বাংলাদেশে চলে যেতে হবে।
হিন্দুদের অস্ত্র বহন করতে হবে Controversial Statement in Sant Sammelan
সন্ত কেশরী মহারাজ এই ধর্ম সংসদ থেকে মুসলমানদের তুলোধনা করতে গিয়ে বলেছেন যে ৩টি জায়গা থেকে ফতোয়া জারি করা হয়। এমতাবস্থায় ভারত সরকারের কাছে এই প্রতিষ্ঠানগুলোকে বিলুপ্ত করার দাবি জানিয়েছেন তাঁরা। এ সময় অনুষ্ঠানে উপস্থিত জগৎগুরু শঙ্করাচার্য নরেন্দ্রানন্দ সরস্বতী বলেন, আমাদের ভগবানের কাছ থেকে শিক্ষা নেওয়ার পর হাতে অস্ত্র নেওয়া উচিত আমাদের।
এর পাশাপাশি জগৎগুরু দেশের প্রতিরক্ষা বাজেট বাড়ানোর আবেদন জানিয়ে দেশদ্রোহীদের গরম তেল দিয়ে শিক্ষা দেওয়ারও পরামর্শ দেন তিনি। একইসঙ্গে জাতির জনক হিসাবে মহাত্মা গান্ধিকে গ্রহণ করতে অস্বীকার করার পাশাপাশি এবং নেতাজি সুভাষচন্দ্র বসুকে ভারতের প্রথম প্রধানমন্ত্রী বলে অভিহিত করেন তিনি।
Controversial Statement in Sant Sammelan
—–
Published by Subhasish Mandal