শুভাশিস মণ্ডল, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা: Commercial LPG Cylinder Price Hiked ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। এবার বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ল ২৫০ টাকা। গত দু’মাসে প্রায় ৩৫০ টাকা বেড়ে গেল ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম। আজ ১ এপ্রিল থেকেই কার্যকর হল নতুন দাম। কিছুদিন আগেই ভর্তুকিযুক্ত ঘরোয়া রান্নার গ্যাসের দাম ৫০ টাকা করে বাড়িয়ে দেয় রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। এবার বাণিজ্যিক গ্যাস একধাক্কায় ২৫০ টাকা করে বেড়ে যাওয়ায় রীতিমতো সমস্যায় পড়তে চলেছে রেস্তোরাঁ থেকে ছোটখাট খাবার দোকানদারেরা। আর এর প্রভাব পড়বে খাবারের দামের উপরে তা আর বলার অপেক্ষা রাখে না।
রাজধানী দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়াল ২ হাজার ২৫৩ টাকা। মুম্বইতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হল ২ হাজার ২০৫ টাকা, চেন্নাইতে দাম হয়েছে ২ হাজার ৪০৬ টাকা এবং কলকাতায় বাণিজ্যিক এলপিজির দাম বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৫১ টাকা। Commercial LPG Cylinder Price Hiked
সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের পর এলপিজি, পেট্রোল ও ডিজেলের দাম হু হু করে বাড়ছে। আর এর জেরেই কার্যত নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রেরও দাম বৃদ্ধি হতে শুরু করেছে। এদিকে নতুন অর্থবর্ষের শুরুতে বড় ধাক্কা খেতে চলেছে বিমানসংস্থাগুলিও। রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি খুচরা বিক্রেতাদের মূল্য বিজ্ঞপ্তি অনুসারে রাজধানী দিল্লিতে বিমান চলাচল টারবাইন ফুয়েলের দাম বাড়ছে ২ হাজার ২৫৮ টাকা ৫৪ পয়সা করে।
Commercial LPG Cylinder Price Hiked
————
Published by Subhasish Mandal