Wednesday, December 4, 2024
HomePOLITICSCM Yogi Adityanath on India News Manch উত্তরপ্রদেশে উন্নয়নই রাজত্ব করবে :...

CM Yogi Adityanath on India News Manch উত্তরপ্রদেশে উন্নয়নই রাজত্ব করবে : যোগী আদিত্যনাথ

ইন্ডিয়া নিউজ বাংলা, লখনউ : CM Yogi Adityanath on India News Manch ইন্ডিয়া নিউজ মঞ্চ থেকে বিস্ফোরক কথা বললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে একজন ‘আকস্মিক হিন্দু’ বলে বর্ণনা করলেন। এছাড়াও যোগী আদিত্যনাথ বললেন যে, ভারতে বসবাসকারী প্রতিটি মানুষই হিন্দু।

মঙ্গলবার লখনউতে অনুষ্ঠিত দেশের বৃহত্তম মিডিয়া গ্রুপ আইটিভি নেটওয়ার্কের ‘ইন্ডিয়া নিউজ মঞ্চ’-এ বক্তব্য রাখছিলেন যোগী আদিত্যনাথ। সেখানে তিনি বললেন, ‘উত্তরপ্রদেশ ক্রমাগত উন্নয়নের পথে রয়েছে। আগামী নির্বাচনেও উত্তরপ্রদেশে উন্নয়নের রাজত্ব থাকবে।’ পাশাপাশি তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে উত্তরপ্রদেশ-সহ গোটা দেশ দ্রুত এগিয়ে চলেছে।’

একজন আকস্মিক হিন্দু রাহুল গান্ধি (CM Yogi Adityanath on India News Manch)

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বক্তব্য রাখতে গিয়ে বলেছেন, ‘রাহুল গান্ধি একজন আকস্মিক হিন্দু। হিন্দু ও হিন্দুত্বের সঙ্গে রাহুলের কোনও সম্পর্ক নেই।’ যোগী বলেন, ‘ভারতবর্ষে বসবাসকারী প্রতিটি মানুষই হিন্দু।’ CM Yogi Adityanath on India News Manch

আরও পড়ুন : Health system of Chandannagar municipality বিশেষ নিবন্ধ: চন্দননগর কর্পোরেশনের অন্যতম বড় সমস্যা ভেঙে পড়া স্বাস্থ্য পরিকাঠামো

——-
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular