Thursday, November 21, 2024
HomeদেশChitra Ramkrishna sent to judicial custody বিচার বিভাগীয় হেফাজতে এনএসই-র প্রাক্তন সিইও...

Chitra Ramkrishna sent to judicial custody বিচার বিভাগীয় হেফাজতে এনএসই-র প্রাক্তন সিইও চিত্রা রামকৃষ্ণা

শুভাশিস মণ্ডল, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা : Chitra Ramkrishna sent to judicial custody তিহার জেলে বন্দি এনএসই-র প্রাক্তন সিইও চিত্রা রামকৃষ্ণার আবেদন খারিজ করল বিশেষ সিবিআই আদালত। চিত্রা বাড়িতে তৈরি রান্না করা খাদ্য ও অন্যান্য সুবিধা চেয়ে আদালতে আবেদন জানায় আদালতে। সেই আবেদন খারিজ করে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে বিচারপতি। মামলার পরবর্তী শুনানি ২৮ মার্চ।

২০১৮ সাল থেকে দিল্লি ভিত্তিক স্টক ব্রোকারের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে সিবিআই। সেই তদন্তে উঠে আসে ক্ষমতার অপব্যবহার করে স্টক ব্রোকারকে সহযোগিতা করেন তৎকালীন এনএসই-র সিইও চিত্রা রামকৃষ্ণা। সেই অভিযোগেই চিত্রাকে গ্রেফতার করে সিবিআই।

এদিন কারাগারের ভিতরে বিশেষ সুবিধা দেওয়ার জন্য চিত্রার আবেদনের শুনানিতে বিচারপতি সঞ্জীব আগরওয়াল নির্দেশ দিয়ে বলেন, ‘প্রত্যেক বন্দি একই রকম। তিনি যা করেছেন তার কারণে সে ভিআইপি বন্দি হতে পারে না। কোনও নিয়ম পরিবর্তন করা যাবে না।’

Chitra Ramkrishna sent to judicial custody

আরও পড়ুন : COVID-19 vaccine for 12-14-year ১৬ মার্চ থেকে শুরু ১২-১৪ বছর বয়সিদের কোভিড টিকাকরণ

————
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular