শুভাশিস মণ্ডল, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা: Chinese Foreign Minister Wang Yi in India ভারত সফরে এলেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই। লাদাখ নিয়ে দুই দেশের অস্থিরতা শুরু হওয়ার পর থেকে দুই বছরেরও বেশি সময় পরে ভারতে প্রথম উচ্চ পর্যায়ের চিনা সফর এটি। ওয়াং ই আগামীকাল বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে দেখা করবেন।
চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই’-র ভারত সফরের উদ্দেশ্য হল দুই দেশের মধ্যে আলোচনা পুনরায় শুরু করা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই বছরের শেষের দিকে বেইজিং আয়োজিত ব্রিকস (BRICS) বৈঠকের জন্য আমন্ত্রণ জানানো।
এদিকে ভারত সফরে আসার আগে বুধবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আয়োজিত এক বৈঠকে কাশ্মীর নিয়ে মন্তব্যের জেরে চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই’কে কড়া বার্তা দেয় নতুন দিল্লি। তাঁকে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয় যে, জম্মু ও কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়। এতে বেজিংয়ের নাক গলানোর কোনও অধিকার নেই।
Chinese Foreign Minister Wang Yi in India
————
Published by Subhasish Mandal