Tuesday, December 3, 2024
HomePOLITICSChild and Women Development Minister Swati Singh on India News Manch বিজেপি...

Child and Women Development Minister Swati Singh on India News Manch বিজেপি সরকারের আমলেই নারীর ক্ষমতায়ন হয়েছে : স্বাতী

ইন্ডিয়া নিউজ বাংলা, লখনউ : Child and Women Development Minister Swati Singh on India News Manch ‘বিজেপি সরকারের আমলেই সর্বাধিক নারীর ক্ষমতায়ন হয়েছে।’ ইন্ডিয়া নিউজ মঞ্চে বললেন উত্তরপ্রদেশের শিশু ও নারী উন্নয়ন মন্ত্রী স্বাতী সিং। তিনি আরও বললেন, ‘শিশুদের সর্বাত্মক উন্নতির জন্য বিজেপি সরকার অনেক কাজ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে রাজ্যে প্রচুর উন্নতি হয়েছে, যা আগে কখনও হয়নি।’

আরও পড়ুন : CM Yogi Adityanath on India News Manch উত্তরপ্রদেশে উন্নয়নই রাজত্ব করবে : যোগী আদিত্যনাথ

প্রতিটি দফতর ভালো কাজ করেছে (Child and Women Development Minister Swati Singh on India News)

লখনউতে অনুষ্ঠিত দেশের বৃহত্তম মিডিয়া গ্রুপ আইটিভি নেটওয়ার্কের ‘ইন্ডিয়া নিউজ মঞ্চ’ থেকে বক্তব্য রাখতে গিয়ে স্বাতী সিং তাঁর দফতরের সাফল্যগুলি তুলে ধরেছেন। তিনি বলেছেন যে, ‘মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশনায় প্রতিটি দফতর ভাল কাজ করেছে। রাজ্যের সর্বাঙ্গীণ উন্নয়নে কোনও কসরত রাখা হয়নি। এই কারণেই রাজ্যের মানুষ বিজেপি সরকারের প্রতি সম্পূর্ণ সন্তুষ্ট। তাই আগামী নির্বাচনেও বিজেপি সরকার গঠনের প্রস্তুতি নিয়েছে জনগণ।’

বন্যা ত্রাণে উল্লেখযোগ্য কাজের কথাও তুলে ধরেন মন্ত্রী স্বাতী সিং। তিনি বলেন, আগে বন্যা ত্রাণের নামে শুধু খাওয়াদাওয়াই হত। রাজ্যের বন্যা কবলিত মানুষেরা মনে করেন এবার সত্যি সত্যি তাঁরা স্বস্তি পেয়েছেন।  Child and Women Development Minister Swati Singh on India News

——-
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular