Thursday, November 21, 2024
HomeদেশCentre To Reduce 'Disturbed Areas' Under AFSPA Act নাগাল্যান্ড, অসম, মণিপুরে আফস্পা-র...

Centre To Reduce ‘Disturbed Areas’ Under AFSPA Act নাগাল্যান্ড, অসম, মণিপুরে আফস্পা-র অধীনে থাকা ‘অশান্ত এলাকা’ কমল

শুভাশিস মণ্ডল, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা: Centre To Reduce ‘Disturbed Areas’ Under AFSPA Act নাগাল্যান্ড, অসম এবং মণিপুর রাজ্যের জন্য বড় ঘোষণা করল ভারত সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, তিন রাজ্যে আমর্ড ফোর্সেস স্পেশাল পাওয়ারস অ্যাক্ট (AFSPA/আফস্পা)-এর অধীনে থাকা ‘অশান্ত এলাকা’ কমানো সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী টুইটারে এই পদক্ষেপের কথা ঘোষণা করে জানিয়েছেন, ‘একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। প্রধানমন্ত্রী শ্রী @NarendraModi জি-এর নির্ণায়ক নেতৃত্বে ভারত সরকার কয়েক দশক পর নাগাল্যান্ড, অসম এবং মণিপুর রাজ্যে সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইন (AFSPA)-এর অধীনে অশান্ত এলাকাগুলি কমানোর সিদ্ধান্ত নিয়েছে।’ Centre To Reduce ‘Disturbed Areas’ Under AFSPA Act

শাহ আরও বলেছেন, ‘কয়েক দশক পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্তমূলক নেতৃত্বে এটি ঘটেছে। প্রধানমন্ত্রী মোদির প্রতিশ্রুতির জন্য ধন্যবাদ। উত্তর-পূর্ব এখন কয়েক দশক অবহেলার পর শান্তি, সমৃদ্ধি, উন্নয়নের নতুন যুগের সাক্ষী হচ্ছে।’

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছে যে, এই সিদ্ধান্তের অর্থ এই নয় যে তিনটি রাজ্য থেকে AFSPA সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। উল্লিখিত রাজ্যগুলির কিছু এলাকায় বলবৎ থাকবে এই আইন। Centre To Reduce ‘Disturbed Areas’ Under AFSPA Act

উল্লেখ্য, উত্তর-পূর্বের রাজ্যগুলিতে AFSPA আইন সশস্ত্র বাহিনীকে এলাকায় কাজ করার জন্য ব্যাপক ক্ষমতা প্রদানের অনুমতি দেয় এবং কেন্দ্রের অনুমোদন ছাড়াই তাদের বিচার প্রক্রিয়া চালাতেও অনুমতি দেয়। এমনকী যেকোনও ধরনের অভিযান পরিচালনা করার ক্ষমতাও দিয়েছে আইনটি।

Centre To Reduce ‘Disturbed Areas’ Under AFSPA Act

আরও পড়ুন : Vanniyar Quota Cancelled By Supreme Court তামিলনাড়ুতে চাকরি এবং শিক্ষায় ভানিয়ার সম্প্রদায়ের সংরক্ষণ কোটা বাতিল করল সুপ্রিম কোর্ট

আরও পড়ুন : Bimal Gurung in Hill Politics পাহাড়ের রাজনীতিতে নতুন মোড়! বিজেপিতে যোগ দিতে পারেন বিমল গুরুং

————
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular