প্রকাশিত হল CBSE দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল। এবার পাশের হার ৮৭.৯৮ শতাংশ। যা আগেরবারের থেকে ০.৬৫ শতাংশ বেশি। পাশের হারে ছেলেদের টেক্কা দিয়েছেন মেয়েরা। সোমবার দুপুর ১২টা থেকে ফলাফল দেখানো হবে অনলাইনে। সিবিএসই বোর্ডের অফিসিয়াল সাইটে গেলেই দেখা যাবে ফলাফল। এছাড়াও, উমাং সাইটে গেলেও দ্বাদশ শ্রেণির ফল দেখতে পাবেন পড়ুয়ারা। বেশ কয়েকটি ওয়েবসাইটের তালিকা দেখে নিন একনজরে-
ওয়েবসাইটের তালিকা-
cbse.gov.in
cbseresults.nic.in
results.digilocker.gov.in
umang.gov.in
কীভাবে ফলাফল দেখা যাবে?
হেমপেজে গিয়ে রেজাল্ট সেকশনে ক্লিক
রেজাল্টের পেজে প্রয়োজনীয় তথ্য প্রদান
লগইন বা শো রেজাল্ট করলে দেখা যাবে ফলাফল
উল্লেখ্য, CBSE বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষা হয়েছিল ৭,১২৬টি পরীক্ষা কেন্দ্রে। চলতি বছরে পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছিল মোট ১৬,৩৩,৭৩০ জন পড়ুয়া। এদের মধ্যে পরীক্ষায় বসেছিল ১৬,২১,২২৪ জন। এর মধ্যে থেকে আবার উত্তীর্ণের সংখ্যা ১৪,২৬,৪২০। গত বছরের পাশের হার ছিল ৮৭.৩৩%। চলতি বছরে তা কিছুটা বেড়ে হয়েছে ৮৭.৯৮%।