Wednesday, September 18, 2024
Homeরাজ্যকোচবিহারCattle smuggling on Bengal-Assam border বাজেয়াপ্ত ২৫টি গরু! বাংলা-অসম সীমান্তে পাচার রুখল...

Cattle smuggling on Bengal-Assam border বাজেয়াপ্ত ২৫টি গরু! বাংলা-অসম সীমান্তে পাচার রুখল অসম পুলিশ

অমিত সরকার, কোচবিহার, ইন্ডিয়া নিউজ বাংলা : বাংলা থেকে অসমে পাচারের সময় কন্টেইনার ভর্তি গরু ধরল অসম পুলিশ। বাংলা-অসম সীমান্তের বক্সিরহাট সংলগ্ন ছাগলিয়া এলাকার ঘটনা। ছাগলিয়া পুলিশ ফাঁড়ির আইসি পরমিন্দর সিং জানান, গোপন সূত্রে খবর পেয়ে বাংলা থেকে আগত একটি কন্টেইনার ট্রাককে ছাগলিয়া নাকা চেকিংয়ে দাঁড় করানো হয়। পরে ট্রাকটিকে তল্লাশি করে চিপস ও বিস্কুটের কার্টনের পেছনে থাকা একটি গোপন চেম্বার থেকে ২৫টি গরু উদ্ধার করা হয়। ট্রাকচালক ও আরোহীদের কাছে গরুগুলির কোনও বৈধ কাগজপত্র না থাকায় গরু-সহ ট্রাকটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। গরুগুলিকে স্থানীয় একটি খোঁয়াড়ে রাখা হয়।

বাংলা-অসম সীমান্তে গরু পাচার রুখল অসম পুলিশ Cattle smuggling on Bengal-Assam border

আরও পড়ুন : Minors rescued from Uttar Pradesh দক্ষিণ ২৪ পরগনার নাবালিকা উত্তরপ্রদেশে! উদ্ধার করল জয়নগর থানা

এই ঘটনায় জড়িত সন্দেহে ট্রাকের দুই চালক উত্তরপ্রদেশের শ্যামলীর বাসিন্দা লিয়াকৎ আলি, সাহারানপুরের বাসিন্দা মোহাম্মদ আব্দুল্লাহ ও মুজাফফরনগরের বাসিন্দা মহাম্মদ মহসিনকে পুলিশ গ্রেফতার করে। পুলিশ জানায় প্রাথমিক তদন্তের পর জানা গেছে গরুগুলিকে পশ্চিমবঙ্গের পাঞ্জিপারা এলাকা থেকে আনা হচ্ছিল গুয়াহাটিতে নিয়ে যাওয়ার জন্য। তার আগেই পুলিশের জালে ধরা পড়ল গরুগুলি। ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। উল্লেখ্য যে অসমের এই পথে এর আগেও বহুবার বিভিন্ন কায়দায় গরু পাচার করতে গিয়ে অসম পুলিশ ধরা পড়ে বেশকিছু পাচারকারী। তার পরেও পাচারকারীরা নতুন নতুন কায়দায় অসম হয়ে বাংলাদেশ গরু পাচারের কারবার চালিয়ে যাচ্ছে, তা আবারও প্রমাণিত হল।

—–
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular