Thursday, November 21, 2024
Homeরাজ্যকলকাতাBy-Election Update in West Bengal জোড়া উপনির্বাচনে সবুজ ঝড়, বালিগঞ্জ-আসানসোলে এগিয়ে বাবুল-শত্রুঘ্ন,...

By-Election Update in West Bengal জোড়া উপনির্বাচনে সবুজ ঝড়, বালিগঞ্জ-আসানসোলে এগিয়ে বাবুল-শত্রুঘ্ন, বালিগঞ্জে দ্বিতীয় স্থানে বামপ্রার্থী

শুভাশিস মণ্ডল, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা: By-Election Update in West Bengal রাজ্যের দুই কেন্দ্রের উপ নির্বাচনে এগিয়ে তৃণমূল কংগ্রেস। বালিগঞ্জ উপ নির্বাচন কেন্দ্রে অষ্টম রাউন্ডে ৮ হাজার ১০৯ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। সবচেয়ে উল্লেখযোগ্য হল বালিগঞ্জে চতুর্থ স্থানে চলে গিয়েছেন বিজেপি প্রার্থী কেয়া ঘোষ। এখানে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন সিপিএমের সায়রা শাহ হালিম। তৃতীয় স্থানে আছেন কংগ্রেস প্রার্থী কামারুজ্জামান চৌধুরী।

অন্যদিকে আসানসোল লোকসভার উপ-নির্বাচনে এগিয়ে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। সিপিএমের পার্থ মুখোপাধ্যায় রয়েছেন তৃতীয় স্থানে। আসানসোলে সপ্তম রাউন্ড শেষে প্রায় ৪০ হাজারেরও বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী।

আসানসোলের পাণ্ডবেশ্বর কেন্দ্রে এগিয়ে রয়েছে তৃণমূল। রাজগঞ্জে এগিয়ে রয়েছে বিজেপি। আবার বারাবনিতে এগিয়ে রয়েছে তৃণমূল। জামুড়িয়াতেও এগিয়ে ঘাসফুল। আসানসোল দক্ষিণ ও কুলটিতে এগিয়ে বিজেপি। এখনও পর্যন্ত আসানসোলের যা ট্রেন্ড তাতে বলাই যায় শুধুমাত্র জয়ের ঘোষণা হতে বাকি তৃণমূলের।

By-Election Update in West Bengal

আরও পড়ুন : By-Poll Results in West Bengal রাজ্যের বালিগঞ্জ ও আসানসোল কেন্দ্রে চলছে ভোটগণনা

Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular