শুভাশিস মণ্ডল, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা: Bomb Threat Through E-Mail at Bengaluru schools বেঙ্গালুরুর সাতটি স্কুলে বোমা রাখা রয়েছে। ই-মেলের মাধ্যমে এই হুমকি পাওয়ার পরপরই নড়েচড়ে বসল বেঙ্গালুরু পুলিশ। সাতটি স্কুলে স্পট তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াডগুলি ক্যাম্পাসগুলি পরীক্ষা করছে। এখনও পর্যন্ত কোনও স্কুল থেকে বিস্ফোরক পাওয়া যায়নি।
Karnataka | Threat mail received by various schools across Bengaluru. Search operations are underway in these schools: Bengaluru City Police
— ANI (@ANI) April 8, 2022
সকাল ১০.১৫ থেকে ১১ টার মধ্যে একই বিষয়বস্তু-সহ ই-মেল আসে দিল্লি পাবলিক স্কুল, গোপালন ইন্টারন্যাশনাল স্কুল, নিউ একাডেমি স্কুল, সেন্ট ভিনসেন্ট পল স্কুল, ইন্ডিয়ান পাবলিক স্কুল এবং ইবেনেজার ইন্টারন্যাশনাল স্কুলে। হুমকি ই-মেইল পাওয়ার পর স্কুল প্রশাসন আতঙ্কিত হয়ে পড়েন এবং চত্বর ফাঁকা করে দেওয়া হয়। Bomb Threat Through E-Mail at Bengaluru schools
“A very powerful bomb has been planted in your school, attention is not a joke, this is not a joke, a very powerful bomb has been planted in your school, immediately call the police and sappers, hundreds of lives may suffer, including yours, do not delay, now everything is only in your hands!”
ই-মেলে বলা হয়েছে, ‘আপনার স্কুলে একটি খুব শক্তিশালী বোমা রাখা হয়েছে। মনোযোগ দিয়ে শুনুন, এটি রসিকতা নয়, একটি খুব শক্তিশালী বোমা আপনার বিদ্যালয়ে স্থাপন করা হয়েছে। অবিলম্বে পুলিশ এবং স্যাপারদের ডেকে নিন। শত শত প্রাণ যেতে পারে। কষ্ট সহ্য করুন, দেরি করবেন না, এখন সব আপনার হাতে।’ Bomb Threat Through E-Mail at Bengaluru schools
বেঙ্গালুরু শহরের পুলিশ কমিশনার কমল পান্ত জানিয়েছেন, ‘বেঙ্গালুরুর উপকণ্ঠে কয়েকটি স্কুলে ইমেলের মাধ্যমে বোমার হুমকি আসে। বম্ব স্কোয়াডরা সেখানে তল্লাশির জন্য গেছে। হুমকিগুলো প্রতারণা বলে মনে হচ্ছে। তবে, ক্যাম্পাসগুলি বন্ধ করে দেওয়া হয়েছে এবং শিক্ষার্থীদের সরিয়ে নেওয়া হয়েছে।’ ঘটনাস্থলে কিছু পাওয়া গেছে কিনা জানতে চাইলে কমিশনার বলেন, ‘ইমেইলের ভিত্তিতে আমাদের টিম ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছে। আরও তথ্য এলে গণমাধ্যমে তা জানানো হবে।’
Bomb Threat Through E-Mail at Bengaluru schools
————
Published by Subhasish Mandal